শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » চলছে ঢাকা কমিকন-২০১৫
চলছে ঢাকা কমিকন-২০১৫
ঢাকা প্রতিনিধি :: যমুনা ফিউচার পার্কে দেশের বৃহত্তম পপ কালচার ইভেন্টটি অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বর ১০-১২, ২০১৫, এবারের ইভেন্টটিতে রয়েছে আন্তর্জাতিক অঙ্গনের অংশগ্রহণ
দেশের প্রথম কমিকন ইভেন্ট ঢাকা কমিকন টানা চতুর্থবারের মতো ডিসেম্বরের ১০ তারিখে শুরু হয়েছে যা ১২ তারিখ পর্যন্ত চলবে৷ ঢাকা কমিকন হচ্ছে সমসত্ম টিভি, মুভিজ এবং কমিক বই প্রেমীদের জন্য একটি পপ কালচার প্ল্যাটফর্ম যেখানে সমগ্র বিশ্বের সুপারহিরো ও সুপার ভিলেনরা ২০১২ সাল থেকে একই ছাদের নিচে একত্রিত হচ্ছে৷ ঢাকার উদীয়মান এই পপ সংস্কৃতির অংশ হতে প্রতি বছরের মত এবারও দর্শনার্থীরা তাদের প্রিয় ক্যারেক্টার এর অনুকরণে কসপ্লেস করছেন৷
প্রথমবারের মত ঢাকায় অনুষ্ঠিত এ বছরের তিন দিনব্যাপী ইভেন্টটিতে আন্তর্জাতিক অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ এখানে দর্শনার্থী ও কসপ্লেয়াররা ইন্ডিয়ান কমিকনের সদস্যদের সাথে মিলিত হওয়ার পাশাপাশি দিল্লি কমিকন, মুম্বাই কমিক এবং ফিল্ম কনভেনশন, ব্যঙ্গালোর কমিকন এবং হায়দ্রাবাদ কমিকনে অংশগ্রহনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করতে পারছেন৷
এছাড়াও “ইলেভেনথ আওয়ার” নামে ফ্লোরিডা ভিত্তিক একদল ভিডিও গ্রাফার ঢাকা কমিকন-২০১৫ এ অংশগ্রহনের পাশাপাশি পুরো ইভেন্টটি ভিডিও করছেন৷ এই দলটি নিউ ইয়র্ক কমিকন এবং স্টার ওয়ার সেলিব্রেশন, দিল্লি কমিকন, এবং মুম্বাই কমিক ও ফিল্ম কনভেনশনে অংশগ্রহণ করেছেন৷ এছাড়াও ইভেন্টে অংশগ্রহণকারীরা অনেক আন্তর্জাতিক কমিক বই পরিবেশকদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি ক্লাসিক সংগ্রহগুলো কিনতে পারছেন৷ অনুষ্ঠানটির স্পন্সর করছে দেশের বৃহত্তম অনলাইন বিক্রয় প্লাটফর্ম বিক্রয় ডটকম৷
ঢাকা কমিকন ২০১৫ ডিসেম্বরের ১০-১২, অর্থাত্ আজ বৃহস্পতিবার থেকে শনিবার প্রতিদিন সকাল ১১টা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হচ্ছে৷ ইভেন্টের টিকেট ভেন্যুর পাশাপাশি বিক্রয় ডট কম থেকেও কেনা যাচ্ছে৷
ঢাকা কমিকন
২০১২ সালে ঢাকা কমিকনের প্রতিষ্ঠা করেন সাদি রহমান (ইনকারসন মিউজিক) এবং সাইদ আবু ইউসুফ (জার্ভিস ডিজিটাল), তারা এবং ফেসবুকের মাধ্যমে তাদের পরিচিত কিছু সংগ্রাহকের সহযোগিতায় ঢাকা কমিকন প্রথমবারের মতো ২০১২ সালে অনুষ্ঠিত হয়৷
আপলোড : ১১ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৪৫ মিঃ