মঙ্গলবার ● ২০ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার ও তার ৩ সহযোগিকে অস্ত্রসহ গ্রেফতার
ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার ও তার ৩ সহযোগিকে অস্ত্রসহ গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: ( ৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৪মি.) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অললী গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশী অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদিসহ ডাকাত সর্দার রায়হান (৩১),অহেদ আলী (৫০) ও মো. সিরাজ (২৪) কে গ্রেফতার করেছে র্যাব -১৪।
আজ ২০ মার্চ মঙ্গলবার দুপুর ৩টায় র্যাব-১৪ ময়মনসিংহ ইউনিট কনফারেন্স সেন্টারে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান র্যাবের উপ-পরিচালক হাসান মোস্তফা স্বপন।
তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে এএসপি হাফিজুল ইসলাম বাবু ও এএসপি গৌতম দেব গতকাল সোমবার দিনগত মধ্যরাতে উপজেলার অললী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। পরে তাদের দেহ এবং বাড়িঘর তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ৪ টি দা, ২টি ছোড়াসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে আরও ২ ডাকাত পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা গফরগাঁও,পাগলা, কিশোরগঞ্জ, হোসেনপুর, পাকুন্দিয়া, শ্রীপুর, গাজীপুর ও কাপাসিয়া এলাকায় বিভিন্ন সময় ডাকাতি করার কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলাও রয়েছে। সেইসাথে পাগলা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।