মঙ্গলবার ● ২০ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই : তথ্যমন্ত্রী
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই : তথ্যমন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধি :: (৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৮মি.) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই। অনলাইন গণমাধ্যম দেশের প্রত্যন্ত অঞ্চলের অগ্রগতির সংবাদ মুহুর্তেই প্রচার করছে সারা বিশ্বে। যা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
তথ্যমন্ত্রী আজ ২০ মার্চ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হোটেলে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবনেতৃবৃন্দের সাথে এক মতবিনিময়ে উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময়ে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার হেতু আপনার নেতৃত্বেই সাংবাদিক সমাজের প্রাণের দাবি নবম ওয়েজ বোর্ড ইতোমধ্যে বাস্তবায়ন হওয়ায় চট্টগ্রামে কর্মরত সকল অনলাইন সংবাদ কর্মীদের পক্ষে আপনাকে প্রাণঢালা অভিনন্দন জানাই ।
আপনার আন্তরিকতায় অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দেওয়ার পরিপত্র থাকলেও তা অজানা কারণে কার্যকর নেই। অনলাইন গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া বাধ্যতামূলক করতে এই গণমাধ্যমের স্বীকৃতির বিকল্প নেই। তাই অনলাইন গণমাধ্যম সমূহকে সরকারি নিবন্ধনভুক্তকরণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে আপনার আরো সক্রিয় ভূমিকা চাই, অন্যথায় এই মাধ্যমে কর্মরত লক্ষ লক্ষ অনলাইন সংবাদকর্মী বেকারত্বের অভিশাপে যুক্ত হয়ে যেতে পারে; যা সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।
তাই অনলাইন গণমাধ্যমকে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধনভুক্ত করে এই মাধ্যমে সংযুক্ত সংবাদকর্মীদের জীবন জীবিকার মানোন্নয়নে আপনার কার্যকর ভূমিকা চাই।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আজাদী’র সাবেক সন্দ্বীপ প্রতিনিধি চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, ক্লাবের উপ- প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী, অনলাইন নিউজ পোর্টাল অপরাধ তালাশ সম্পাদক মাইন উদ্দিন ও অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোষ্ট সম্পাদক স ম জিয়াউর রহমান প্রমুখ।