বুধবার ● ২১ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ৫ দফা দাবীতে কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
রাঙামাটিতে ৫ দফা দাবীতে কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
ষ্টাফ রিপোর্টার :: (৭ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৯মি.)আউট সোর্সিং নিয়োগ প্রথা বাতিল, পার্বত্য অঞ্চলের সকল কর্মচারীদেরকে ৫ হাজার টাকা পাহাড়ী ভাতা প্রদান, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান সহ ৫ দফা দাবীতে কর্মচারী বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ রাঙামাটি জেলা শাখা।
আজ ২১ মার্চ বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. নাদিরুজ্জামান এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মো. মাবুদুল হক এর সঞ্চালনায় সহ সভাপতি আবুল হাসেম,সহ সভাপতি মো. ইউছুপ নবী, সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ সভাপতি রুহুল আমিন, জাতীয় শ্রমিক লীগ নেতা শামসুল আলম ও কাজি আব্দুর রউফ প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় সাম্প্রতিক সময়ে সরকারী দপ্তরে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রীতদাশ প্রথার ন্যায় আউট সোর্সিং এর মাধ্যমে জনবল সংগ্রহ করা হচ্ছে। এর ফলে শূণ্যপদে পদোন্নতির সম্ভাবনা সংকোচিত হচ্ছে এবং জনবলের অর্ধেক অংশ ঠিকাদারী প্রতিষ্ঠান হাতিয়ে নিচ্ছে। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তি পদ পদবী ও যোগ্যতা অনুযায়ী আর্থিক ও প্রশাসনিকভাবে সমঅধিকার পাওয়ার কথা, কিন্তু আউট সোর্সিং এর মাধ্যমে জনবল সংগ্রহের কারণে কর্মচারী নিধন প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে সারাদেশের কর্মচারী অঙ্গনে চরম হতাশা তীব্র অসন্তোষ দেখা দিয়েছে বলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন ।