শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » ডুয়েটে ৩দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন
ডুয়েটে ৩দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘টেকসই উন্নয়নে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সামপ্রতিক উদ্ভাবন’ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ৷
১১ ডিসেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে পুরকৌশল বিভাগ আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল৷
অনুষ্ঠানে আহম মুস্তফা কামাল এফসিএ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজ পরিবর্তনের মাধ্যম৷ তিনি মানুষের ভাগ্য পরিবর্তনে শিক্ষকদের ক্লাসরুমের বাইরে সাধারণ মানুষের দ্বারে দ্বারে উন্নয়ন বার্তা পৌছানোর আহবান জানান ৷
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এসএম আতিকুল ইসলাম ৷
সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ খসরু মিয়া ৷ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আয়োজক কমিটির সম্পাদক ড. মোঃ রেজাউল করিম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুর রহমান কিরণ৷ অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার অধ্যাপক ড. মোহাম্মদ ফৌজি মোহাঃ জেয়িন এবং আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম এম সফিউল্লাহ৷
অনুষ্ঠানে ডুয়েট’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, জ্ঞানই শক্তি ৷ আর এ জ্ঞানের আপডেট প্রয়োজন হয় যা গবেষণার মাধ্যমে সম্ভব ৷ তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা কার্যক্রমে উত্সাহী করার জন্য এ খাতে সরকারকে বিনিয়োগের অনুরোধ জানান৷
আয়োজকরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, বিশ্বব্যাপী টেকসই উন্নয়নে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সামপ্রতিক উদ্ভাবন নিয়ে দেশি বিদেশী বিজ্ঞানী ও গবেষকদের মতবিনিময় এবং বিশ্বটাকে বসবাসের উপযোগি করার বিষয়ে কর্মপন্থা নির্ণয়ই এ সম্মেলনের উদ্দেশ্য ৷ অনুষ্ঠানে দেশ বিদেশের বিজ্ঞানী ও গবেষকরা অংশগ্রহণ করেন ৷