বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কাউখালীতে আনন্দ শোভাযাত্রা
স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কাউখালীতে আনন্দ শোভাযাত্রা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কাউখালী উপজেলা প্রশাসনের আযোজনে ২২ মারচ বৃহস্পতিবার সকাল ১০টায় এক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা উপজেলা পরিষদ নব নির্মিত মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এক আনন্দ র্যালী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার ছাত্র,ছাত্রী ও স্থানীয় জন সাধারনের স্বতস্পুর্ত অংশ গ্রহনে উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদিক্ষন করে উপজেলা নব নির্মিত মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমচৌধুরী (চৌচামং)।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং, উপজেলা কৃষি অফিসার কাজি শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুইমি প্রু রোয়াজা, কাউখালী থানার অফিসার ইনচারজ মো. কবির হোসেন।
আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বেতবুনিয়া বিদ্যুৎ সরবরাহ (বিউবি) আবাসিক প্রকৌশলী (সহকারী প্রকৌশলী) এসএম তৈয়ব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা, উপজেলা সমবায় অফিসার মো. আশরাফ উদ্দিন রুমী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রিয়তোষ কান্তি নাথ, পোয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক করুনাময় চাকমা, কাউখালী উপজেলা ক্ষুদ্র চা-চাষী কল্যাণ সমিতির সম্পাদক মো. বশির মিয়া, কলমপতি কাঠ ব্যাবসায়ী সমিতির সম্পাদক মো. সামশুল আলম ও কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক।