শুক্রবার ● ২৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » অপহৃত হিল উইমেন্স ফেডারেশন এর দুই নেত্রীকে উদ্ধারের দাবীতে মহালছড়িতে মানববন্ধন
অপহৃত হিল উইমেন্স ফেডারেশন এর দুই নেত্রীকে উদ্ধারের দাবীতে মহালছড়িতে মানববন্ধন
মহালছড়ি প্রতিনিধি :: (৯ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.১৮মি.) রাঙামাটির কুদুকছড়ি আবাসিক এলাকা থেকে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে উদ্ধারসহ নব সৃষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও তার সহযোগিদের গ্রেফতারের দাবিতে আজ ২৩ মার্চ শুক্রবার সকাল ১০টায় মহালছড়িতে ইউপিডিএফ (প্রসিত পন্থী) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম যৌথভাবে ৩ সংগঠন মানববন্ধন করেছে।
মহালছড়ির ২৪ মাইল নামক চৌরাস্তার মুখে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধি রতন স্মৃতি খীসা, মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মেনন চাকমা ও সাবেক ইউপি সদস্যা মল্লিকা চাকমা প্রমূখ।
বক্তব্যে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অপহরণের ৫ দিনেও অপহৃত দুই নেত্রীকে উদ্ধারে পুলিশের কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে দুই নেত্রীর জীবন নিয়ে শঙ্কা বেড়েই চলেছে।
বক্তারা অবিলম্বে দুই নেত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধারপূর্বক অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের সন্ত্রাসী কর্মকা- বন্ধে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, গত রবিবার (১৮ মার্চ ২০১৮) রাঙামাটির কুদুকছড়ি ইউনিয়নের আবাসিক এলাকায় সন্ত্রাসীরা তিন সংগঠনের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। এছাড়া সন্ত্রাসীরা সেখানে একটি ছাত্র মেসে অগ্নিসংযোগ ও যুব ফোরাম নেতা ধর্মশিং চাকমাকে গুলি করে পালিয়ে যায়।