শুক্রবার ● ২৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ত্রিপুরা কল্যান সংসদের আয়োজনে মতবিনিময় সভা
পানছড়িতে ত্রিপুরা কল্যান সংসদের আয়োজনে মতবিনিময় সভা
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: (৯ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৭মি.) খাগড়াছড়ি জেলার পানছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের আয়োজনে আজ ২৩ মার্চ শুক্রবার সকাল ১১ টায় ত্রিপুরা জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষে এক মত বিনিময়, কৃতি ছাত্র সংবর্ধধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুর্য কিরণ ত্রিপুরার সঞ্চালনায় মুনিন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা।
মতবিনিয়য় সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরা জনগোষ্ঠী পাহাড়ের গহিনে বসবাস করায় শিক্ষা-চিকিৎসা সেবা হতে বঞ্চিত। এখন প্রতিটি এলাকায় প্রাথমিক বিদ্যালয় আছে। আমাদের ত্রিপুরা সম্প্রদায়ের উচিত ,নিজেদের সন্তানদের সুশিক্ষিত করে গন সচেনতা সৃস্টি করা। এসময় বক্তব্য রাখেন, দয়া মনি ত্রিপুরা, সুবিন্দ্র লাল ত্রিপুরা, বরেন্দ্র লাল ত্রিপুরা, ভূমিধর রোয়াজা, রবিন্দ্র লাল ত্রিপুরা, নজয় কান্তি ত্রিপুরা, নিরঞ্জন ত্রিপুরা, অমর বিকাশ ত্রিপুরা ও বিপ্লব ত্রিপুরা প্রমূখ।
অনুষ্ঠানে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে ভাল ফলাফল করায় কৃতি শিক্ষার্থী অবনি ত্রিপুরাকে মেধা উপহার দেওয়া হয়।