শনিবার ● ২৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » কাউখালীতে বিশ্ব যক্ষা দিবস পালন
কাউখালীতে বিশ্ব যক্ষা দিবস পালন
কাউখালী প্রতিনিধি :: (১০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.) কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাকের যৌথ উদ্দোগে, জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচি স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যন মন্ত্রনালয় এবং সহযোগী সংস্থা সমুহের সার্বিক সহযোগিতায় বিশ্ব যক্ষা দিবস-২০১৮ উপলক্ষে এক র্যালী, আলোচনা সভা আজ শনিবার সকালে অনুষ্টিত হয়।
বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ, ব্রাক কাউখালী উপজেলা শাখার যৌথ উদ্দোগে এক র্যালী উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদিক্ষন করে উপজেলা স্বাস্থ্য বিভাগের মিলনায়তনে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুইমি প্রু রোয়াজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. প্রদিপ কুমার নাথ, ডা. মো. ইমরান, ডা. কেয়া ভৌমিক, ব্রাক- কাউখালী উপজেলা শাখার ম্যানেজার রিতা খীসা, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক, সুর্য্যরে হাসি ক্লিনিক ম্যানেজার বাবুল দেওয়ানজি ও এইচ আই তারাকেশ্বর ভট্টাচার্য্য।
এ সময় কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ইপসা প্রতিনিধি মনিকা চাকমা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের ক্যাশিয়ার আছমত আলী, উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারী, ব্রাক, ইপসা, সুর্য্যরে হাসি ক্লিনিক, আরএইচস্টেপ এনজিওর প্রতিনিধি,স্থানীয় গন মাধ্যম কর্মী সহ কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।