শনিবার ● ২৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সফর
আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সফর
পটুয়াখালী প্রতিনিধি :: (১০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪মি.) পটুয়াখালীর মির্জাগঞ্জে আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কুয়াকাটায় শিক্ষা সফর -২০১৮ অনুষ্ঠিত হয়।
আজ ২৪ মার্চ শনিবার এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যেগেএই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এ সময় আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক এর সভাপতিত্বে, আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. বজলুর রহমান সহ শিক্ষক বৃন্দেরর পরিচলনায় শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এসময় রসায়ন বিষয়ের শিক্ষক মো. আবদুর রাজ্জাক, হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. হুমায়ন কবির রিয়াজ, ভূগোল বিষয়ের শিক্ষক মাজেদা বেগম সহ শিক্ষকবৃন্দ এই সফরে উপস্থিত ছিলেন।
আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী শিক্ষা সফরে অংশগ্রহণ করে। প্রধান শিক্ষক আবদুল মালেক, সহকারি প্রধান শিক্ষক মো. বজলুর রহমান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা এধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে সকালে শিক্ষা সফর শুরু করা হয়।
কুয়াকাটায় বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সাগরকন্যা খ্যাত অপরূপ একটি জায়গা কুয়াকাটা। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপালী ইউনিয়নে অবস্থিত। এ জায়গায় আছে বাংলাদেশের সর্বাপেক্ষা আকর্ষণীয় সমুদ্র সৈকত।এই একই সৈকত থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার মতো জায়গা । এ জায়গায় আরও আকর্ষণ স্থান রয়েছ যার মধ্য রয়েছে যেমন : সমুদ্র সৈকত, শুঁটকি পল্লী, গঙ্গামতির জঙ্গল, ক্রাব আইল্যান্ড, ফাতরার বন, কুয়াকাটার কুয়া, সীমা বৌদ্ধ মন্দির, কেরানিপাড়া, মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির সহ নানা ঐতিহাসিক স্থান।
স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান দানের জন্য এধরণের সহপাঠক্রমিক কার্যাবলী আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় ধারাবাহিক ভাবে করে আসছে।