শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বিলুপ্তির পথে গরু দিয়ে ধান মাড়াই
বিলুপ্তির পথে গরু দিয়ে ধান মাড়াই
মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি:: কৃষিনির্ভর বাংলাদেশে এক সময় ধান কাটা শেষে গরম্ন দিয়ে মাড়াই দৃশ্য ছিল খুবই সাধারণ একটি বিষয়৷ সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্বত্রই দেখা যেতো গরু দিয়ে ধান মাড়াইর ব্যবহার৷ কিন্তু কালের আবর্তে আর আধুনিকতার দাপটে সেই দৃশ্য এখন আর তেমন করে দেখা যায় না৷ গ্রামীণ বহুল ব্যবহৃত সেই গরু দিয়ে ধান মাড়াই আজ বিলুপ্তির পথে৷
চিরায়ত বাংলার হাজার বছরের গ্রামীণ ঐতিহ্যের অন্যতম স্বাক্ষী হচ্ছে দিয়ে ধান মাড়াই কাজ করার৷ একটাসময় এ উপকরণ ছাড়া ধান মাড়াইর চিন্তাই করতে পারতো না কৃষক-কৃষাণী৷ কিন্তু বর্তমান নিত্য-নতুন আবিষ্কারের যুগে ধান মাড়াইয়ের সহজ করতে আধুনিক সব যন্ত্রপাতি উদ্ভাবিত হওয়ায় দাপট হারিয়েছে গরু দিয়ে ধান মাড়াই৷ এমনকি এইসব যন্ত্রপাতির সাহায্য নিয়ে গরু দিয়ে মাড়াইয়ের যে রেওয়াজ ছিল, সেই রেওয়াজও এখন আর তেমন করে চোখে পড়ে না বিশ্বনাথে৷
গরুর ব্যবহার বিশ্বনাথের স্বল্প আয়ের কিছু সংখ্যক কৃষক পরিবারে কোনো রকমে টিকে থাকলেও সমাজের মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত শ্রেণীর কৃষক সমাজ এখন আধুনিক পাওয়ার বোমা মেশিন দিয়ে ধান মাড়াই দিয়ে আসছেন৷
কিন্তু আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা বিশ্বনাথের কৃষকদের ভাষ্য হচ্ছে, বর্তমান সময়ে শ্রম ও সময়ের সাশ্রয় করতে আধুনিক যন্ত্রপাতির দিকে ধাবিত হওয়া ছাড়া উপায় নেই৷ যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়েই তারা সনাতন যন্ত্রপাতি ছাড়ছেন বলেও জানান৷
তবে উপজেলার কিছু কিছু এলাকায় এখনো কৃষকদেরকে গরুর সাহায্যে ধান মাড়াই দিতে দেখা যায়৷ সেরকম কয়েকজন কৃষকের সাথে আলাপকালে জানা যায়, আধুনিক যন্ত্রপাতি ব্যয়বহুল হওয়ায় তাদের পক্ষে কেনা সম্ভবপর নয়৷ ফলে তারা সেই আদি গরু ব্যবহার করছেন৷
উপজেলার নোয়াগাঁও গ্রামের কৃষক রহিম আলী বলেন, এখন আর গরম্ন দিয়ে ধান মাড়াই দেওয়ার চাহিদা নেই৷ কৃষকরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের দিকে হাঁটছেন৷ ফলে আমরাও বাধ্য হয়ে গরু বদলি বোমা মেশিন দিয়ে বোরো ধান মাড়াই দিচ্ছি ৷
শ্রীধরপুর গ্রামের তরম্নণ কৃষক জাহেদ খান বলেন, বাবা-দাদার আমল থেকে দেখে আসছি গরু দিয়ে ধান মাড়াই দিতে ৷ তাদের সেই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এখনও গরু দিয়ে ধান মাড়াই দিয়ে আসছি৷ উপজেলা কৃষি অফিসার আলী নূর রহমান বলেন, যুগের সাথে তাল মিলিয়ে উপজেলার বেশির ভাগ জায়গায় এখন আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে ৷ ফলে স্বাভাবিকভাবেই কৃষিখাতে গরুর ব্যবহার বিলুপ্তির পথে রয়েছে ৷