রবিবার ● ২৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর উপকারভোগী কৃষকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর উপকারভোগী কৃষকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :: (১১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫০মি.) পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকায় মিশ্র ফল চাষ প্রকল্পের ২০১৭-২০১৮ অর্থ বছরের উপকারভোগী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি প্রধান কার্যালয়ের মাইনী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা-এনডিসি এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ।
উদ্বোধনী বক্তৃতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা-এনডিসি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকায় মিশ্র ফল চাষ প্রকল্প শুরু থেকে ১৬ কোটি টাকায় শুরু হলেও প্রকল্পটি বর্তমান অর্থ বছরে ৬৩ কোটি টাকা। পার্বত্য চট্টগ্রামের কৃষি এবং কৃষক উন্নয়নে কৃষি ভিত্তিক প্রকল্প হাতে নেয়ার জন্য পার্বত্য তিন জেলা পরিষদকে তিনি অনুরোধ জানান। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে কার্যক্রম পরিচালনা এবং বাস্তবায়ন করবে।
মিশ্র ফলজ চাষ প্রকল্প এর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, সদস্য (অর্থ) শাহিনুল ইসলাম, সদস্য (প্রশাসন) আশিষ কুমার বড়ুয়া, সদস্য (বাস্তবায়ন) মো. হারুন অর রশিদ, সদস্য (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রনব ভট্টাচার্য ও ১১০জন উপকারভোগী কৃষক উপস্থিত ছিলেন।
উপকারভোগী কৃষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মিশ্র ফলজ চাষ প্রকল্প এর সহকারী প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামান।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে ১১০ জন উপকারভোগী কৃষকদের প্রশিক্ষণ পরিচালনা করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, অতিরিক্ত পরিচালক প্রনব ভট্টাচার্য ও আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা প্রসেনজিৎ মিস্ত্রী। রাঙামাটি সদর উপজেলার ১১০ জন উপকারভোগী কিষাণ-কিষাণী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রণ করেন।