রবিবার ● ২৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » ঢাকা » উপজাতি কোটা সংস্কার দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের মাসব্যাপী কর্মসূচী
উপজাতি কোটা সংস্কার দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের মাসব্যাপী কর্মসূচী
প্রেস বিজ্ঞপ্তি :: আজ ২৫ মার্চ রবিবার বিকালে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ (পিবিসিপি)’র ঢাকাস্থ অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিবিসিপি’র প্রধান উপদেষ্টা ইঞ্জিঃ আলকাছ আল আমুন ভূঁইয়া। সভায় উপস্থিত ছিলেন পিবিসিপি’র ছাত্র বিষয়ক সমন্বয়ক মো. আব্দুল হামিদ রানা, উপদেষ্টা শেখ আহম্মেদ রাজু ও পিবিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহাদাৎ ফরাজী সাকিব।
সভার সিদ্ধান্ত মোতাবেক সভার সভাপতি উপজাতি কোটা সংস্কার পূর্বক পার্বত্য চট্টগ্রামের অনগ্রসর সকল সম্প্রদায়ের জন্য বৈষম্যহীন পার্বত্য কোটা চালুর দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করেন।
১. ২৭ শে মার্চ ২০১৮ ইং তিন পার্বত্য জেলা সহ-সকল শাঁখায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
২. ২৯শে মার্চ ২০১৮ ইং তিন পার্বত্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ অনুষ্ঠিত হবে।
৩. ৩১শে মার্চ ২০১৮ ইং তিন পার্বত্য জেলা সহ-সকল শাঁখায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
৪. ১লা এপ্রিল ২০১৮ ইং তিন পার্বত্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাচ ধারন করা হবে।
৫. ৪ এপ্রিল ২০১৮ ইং তিন পার্বত্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী ছাত্র ধর্মঘট পালন করা হবে।
৬. ৮ এপ্রিল ২০১৮ ইং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ।
৭. ১৫ এপ্রিল ২০১৮ ইং উল্লেখিত দাবী সরকার মেনে না নিলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তীতে কর্মসূচী ঘোষণা করা হবে।