সোমবার ● ২৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » পানছড়িতে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান
পানছড়িতে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান
পানছড়ি প্রতিনিধি :: (১২ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০১মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা দূর্গম কুরাল্যাছড়ি ও এর আশপাশ এলাকায় বসবাসরত স্থানীয়দের বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনা বাহিনী।
২২বীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যেগে ও পানছড়ি সাব জোনের তত্ত্বাবধানে আজ ২৬ মারচ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন, মেডিসিন বিশেষজ্ঞ লেঃ কর্ণেল মো. মিজানুর রহমান তালুকদার ও সার্জিক্যাল বিশেষজ্ঞ মেজর মো. ইনামুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন পানছড়ি সাব জোনের জোন অধিনায়ক মেজর সোহেল আলম।
এ বারের মেডিকেল ক্যাম্পিং এ প্রায় আড়াই শতাধিক অসহায়, গরীব এবং অসুস্থদের মাঝে চিকিৎসা প্রদান ও বিনামুল্যে ঔষুধ বিতরন করা হয়।
চিকিৎসা সেবা প্রাপ্ত একাধিক বৃদ্ধ ও বৃদ্ধা এই প্রতিবেদককে বলেন, পানছড়িতে সেনা বাহিনীর ক্যাম্প থাকা অবস্থায় আমরা নিরাপত্তাসহ টিন, খাবার, ঔষধ, কাপড়-চোপড়, শীতের কাপড়, নগদ টাকাসহ নানা প্রকার সাহায্য সহযোগীতা পেতাম। আবারো আমরা চিকিৎসা সেবা পাচ্ছি।