মঙ্গলবার ● ২৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » ঢাকা » মিঃ বাংলাদেশ ছবির ট্রেইলর প্রকাশ
মিঃ বাংলাদেশ ছবির ট্রেইলর প্রকাশ
বিপ্লব বড়ুয়া বাপ্পি, ঢাকা প্রতিনিধি :: (১৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ২.৪৪মি.) সেলুলয়েড আর রুপালি পর্দায় জীবনের যে গল্প ভেসে উঠে তাকে আমরা নাম দিয়েছি সিনেমা। যে সিনেমা মানুষ কে হাসায়, কাদাঁয়, স্মৃতির পাতায় ডুবায়, নিয়ে যায় পাতাল পুরি, আবার দেখায় রঙ্গিন স্বপ্ন। জাগায় বিদ্রোহ, হয়ে উঠে প্রতিবাদের হাতিয়ার। তেমনই এক প্রতিবাদের হাতিয়ার হিসাবে তৈরি হচ্ছে “মিঃ বাংলাদেশ”।
“এক জনের প্রতিশোধ দেশের প্রতিবাদ” এই শ্লোগানের কেন্দ্র করে গতকাল ২৬ মার্চ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় সিনেমাটির ট্রেইলার। এতে দেখা যায়, দেশের পতাকা নিয়ে জঙ্গিবাদ নির্মূলে নেমেছেন মিস্টার বাংলাদেশ। প্রেম, ভালোবাসা, পরিবারের গল্প, গান ও ফাইট সবই ভেসে উঠে এই তিন মিনিটের ঝলকে।
এর আগে ২৫ মার্চ রবিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে “মিস্টার বাংলাদেশ”র ট্রেইলার প্রকাশ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংস্কিৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়াও বক্তব্য রাখেন সিনেমাটির নির্মাতা আবু আক্তারুল ইমান ও মিস্টার বাংলাদেশ নাম ভূমিকায় অভিনয় করা খিজির হায়াত খান। অনুষ্ঠানে প্রধান অথিথির বক্তব্যে সংস্কিৃতিক মন্ত্রী আসাদুজামান নূর বলেন, আমাদের এ দেশ সবার। এখানে সকল ধর্মের মানুষ বহু বছর ধরেই একসাথে জীবন যাপন করছেন। তবে কিছু লোক ধর্মের নামে, জিহাদের নামে এ দেশে জঙ্গিবাদ চালিয়ে যাচ্ছে। সভার শুরুতে সবাই এক মিনিট দাঁড়িয়ে হলি আর্টিসান এ নিহতদের সন্মান জানিয়ে নীরবতা পালন করেন।
উল্লেখ্য, গতবছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হয়ে ফেব্রুয়ারিতে “মিস্টার বাংলাদেশ”র ক্যামেরা বন্ধ হয়। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস।
কেএইচকে প্রোডাকশনের ব্যানারে এই ছবিতে অন্যানের মধ্যে অভিনয় করেছেন শানেরায় দেবী শানু, টাইগার রবি, শামীম হাসান সরকার, মেরিয়ান ও শাহরিয়ার সজিব।