মঙ্গলবার ● ২৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী উপজেলাকে ভিক্ষুক মুক্তকরন কর্মসুচীর আওতায় উপকরন বিতরন
কাউখালী উপজেলাকে ভিক্ষুক মুক্তকরন কর্মসুচীর আওতায় উপকরন বিতরন
কাউখালী প্রতিনিধি :: (১৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলাকে ভিক্ষুক মুক্তকরন কর্মসুচীর আওতায় উপকরন বিতরন উপলক্ষে এক অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন মাঠে অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলাকে ভিক্ষুক মুক্তকরন উপকরন বিতরন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা প্রশাসন মাঠে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমচৌধুরী ও আ’লীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার।
এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং, উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসাইন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মঈনুল ইসলাম, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রিয়তোষ কান্তি নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, সাংবাদিক মোঃ আরিফুল হক মাহবুব, সাংবাদিক মো. ওমর ফারুক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, চেয়ারম্যান মেম্বার, গন্যমান্য ব্যাক্তি ও উপজেলার ৪টি ইউনিয়নের তালিকাভুক্ত ২৭জন ভিক্ষুক ও তাদের পরিবারের সদস্যগন।
প্রধান অতিথি ২৭ জন ভিক্ষুকের মধ্যে ৩জনকে ৩টি সেলাই মেশিন, ৬টি করে মুরগী, ১৪ জনকে ২টি করে ছাগল, ৬টি করে মুরগী, ৮জনকে রিক্সা ভ্যান গাড়ি, ২৭ জন সবাইকে ৫ কেজি করে চাউল, ৫ কেজি করে আলু, ১কেজি করে লবন, ১লিটার করে তৈল, ১৫ কেজি করে সার ও বীজ প্রদান করেন।