মঙ্গলবার ● ২৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » গুনীজন » বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ এর মাজারে জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি
বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ এর মাজারে জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি
ষ্টাফ রিপোর্টার :: (১৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৭মি.) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা ও ভালবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ নায়েক মুন্সি আবদুর রউফ এর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পরিবার।
গতকাল ২৬ মার্চ রাঙামাটির নানিয়ারচর বুড়িঘাঠে বীরশ্রেষ্ঠ নায়েক মুন্সী আবদুর রউফ এর মাজারে জেলা পরিষদ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা ও অমিত চাকমা রাজু’সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন। এ সময় মাজারে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ’সহ মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করেন তারা।
উল্লেখ, বাংলাদেশের ইতিহাসে সাতজন বীর শ্রেষ্ঠ এর মধ্যে নায়েক মুন্সী আবদুর রউফও ছিলেন একজন তার সংক্ষিপ্ত জীবনি হলো নায়েক মুন্সী আবদুর রউফঃ জন্ম : মে, ১৯৪৩। জন্মস্থান : সালামতপুর, কামারখালী, মধুখালী (সাবেক বোয়ালখালী থানা), ফরিদপুর। পিতা: মেহেদী হোসেন। মাতা: মুকিদুন্নেসা। মৃত্যু: ৮ এপ্রিল, ১৯৭১। শহীদ হন: রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িমারি এলাকার চিংড়িখালের পাড়ে পাকিস্তানি সৈন্যদের ছোঁড়া মর্টারের গোলায়। কর্মস্থল : পূর্ব পাকিস্তান রাইফেলস (ইপিআর)।