মঙ্গলবার ● ২৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে রিকশা চালক হত্যায় আসামির যাবজ্জীবন
গাজীপুরে রিকশা চালক হত্যায় আসামির যাবজ্জীবন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১২মি.) গাজীপুরে এক রিকশাচালককে হত্যার দায়ে অপর এক রিকশাচালককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ ২৭ মার্চ মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
রায়ে একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত আসামির নাম শ্রী মানিক রাজবংশী (৩৮)। তিনি টাঙ্গাইলের বাসাইল থানার দাহাপাড়া এলাকার সন্তোষ রাজবংশীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, স্ত্রী রাধির খালাতো বোন হিরণ রানী ও তার স্বামী অজয় চন্দ্র দাসের সঙ্গে মানিকের পারিবারিক বিরোধ ছিল। গাজীপুর নগরীর সাতাইশ এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তারা। মানিক ও অজয় এলাকায় রিকশা চালাতেন।
সেই বিরোধের জেরে ২০১৪ সালের ১২ মে সকালে অজয়কে বাড়ি থেকে ডেকে সাতাইশ চৌরাস্তা এলাকায় নিয়ে যান মানিক। পরে একটি হাতুড়ি দিয়ে তিনি অজয়ের মাথায় আঘাত করলে অজয় গুরুতর আহত হন।
স্থানীয়রা হাতুড়িসহ মানিককে আটক করে পুলিশে হস্তান্তর করে এবং গুরুতর অবস্থায় অজয়কে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পরে অজয়ের মৃত্যু হয়।
এ ঘটনায় অজয়ের স্ত্রী হিরণ বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন।
তদস্ত শেষে টঙ্গী থানার এসআই মোস্তাফিজুর রহমান ওই বছরের ২২ সেপ্টেম্বর মানিকের নামে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষ মঙ্গলবার আদালত আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে গাজীপুর আদালতের পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামি পক্ষে এভোকেট মো. ওয়াহিদুজ্জামান আকন (তমিজ) মামলাটি পরিচালনা করেন।