শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পৃথক স্থানে দু’টি ডাকাতি: আহত ২
গাজীপুরে পৃথক স্থানে দু’টি ডাকাতি: আহত ২
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি::
গাজীপুরে পৃথক স্থানে দু’টি ডাকাতি করে নগদ অর্থ-স্বর্ণালঙ্কার, কাপড় ও সেলাই মেশিনপত্র লুট করে পালিয়ে গেছে ডাকাতরা৷
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি ভবনের দুটি ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছে৷ ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে গেছে৷ এসময় বাধা দিতে গেলে ডাকাতদের হামলায় দুজন আহত হন৷ অপর দিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সফিপুর বাজারে একটি দর্জির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে৷
১১ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার ভূঁইয়া ভিলায় অপর দিকে, একই সময়ে কালিয়াকৈর উপজেলায় সফিপুর বাজারে ডাকাতির ঘটনা ঘটে৷
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকার ভূঁইয়া ভিলার ২য় তলায় দরজা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতরা৷ এ সময় তারা অস্ত্রের মুখে দুটি ফ্লাটের বাসিন্দাদের জিম্মি করে নগদ ৫ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে৷ বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা সেলিনা ও ময়না নামের দুইজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়৷ আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে৷ অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে৷
অপর দিকে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় সফিপুর বাজারে একটি দর্জির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে৷
সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিরম্নল ইসলাম লিংকন বলেন, রাত ৩টার দিকে বাজারের পশ্চিম পাশে আট থেকে নয়জনের একটি ডাকাত দল, বাদল মিয়ার টেইলারিং ও কাপড়ের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে কাপড় ও মেশিনপত্র তুলে নিয়ে পালানোর চেষ্টা করে৷
এসময় চিত্কার করলে ডাকাতদের লাঠির আঘাতে সফিপুর বাজারের নিরাপত্তা প্রহরী শাহজাহান আলী (৪৫) গুরুতর আহত হন৷ পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়৷
খবর পেয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম ১২ ডিসেম্বর শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন৷