বৃহস্পতিবার ● ২৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে সচেতনতামূলক সাইকেল শোভাযাত্রার উদ্বোধন
ময়মনসিংহে সচেতনতামূলক সাইকেল শোভাযাত্রার উদ্বোধন
ময়মনসিংহ অফিস :: (১৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.) ময়মনসিংহে তিনদিন ব্যাপি সাইকেল শোভাযাত্রা শুরু করেছে জেলার অন্যতম রক্তদাতাদের সংগঠন ‘ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’।
বৃহস্পতিবার ২৯ মার্চ সকালে নগরীর টাউনহল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু। পরে শোভাযাত্রাটি জেলার মুক্তাগাছা উপজেলার উদ্দেশে যাত্রা করে আগামি ৩১ মার্চ ধোবাউড়া উপজেলায় গিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘটাবে। রক্তদানসহ ক্যান্সার, থ্যালাসেমিয়া ও গর্ভবতী মায়েদের সচেতনতায় ২৫ জন সাইক্লিস্ট তিনদিনের এই সাইকেল শোভাযাত্রায় অংশ নেন।
আয়োজক সংগঠনটির সভাপতি মমিনুর রহমান প্লাবন জানান, র্যালিটি ময়মনসিংহের সবকটি উপজেলা প্রদক্ষিণ করে আগামী ৩১ মার্চ ধোবাউড়া উপজেলায় গিয়ে শেষ হবে। ২৫ জন সাইক্লিস্টের অংশ গ্রহনে তিনদিনের এই সাইকেল র্যালিতে যাত্রা পথে রক্তদানসহ ক্যান্সার, থ্যালাসেমিয়া ও গর্ভবতী মায়েদের সচেতনতায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে এ সময় আলোচনা করা হবে।
রক্তদানে সচেতনতা ও বিভিন্ন ভাবে মানুষদের উৎসাহ প্রদানের লক্ষ্যে কিছু তারুণ্যদীপ্ত উদ্যম রক্তযোদ্ধা ও রক্তদাতাদের নিয়ে ২০১৬ সালের ১৪ অক্টোবর থেকে সংগঠনটি কার্যক্রম চলে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে ক্রমান্বয়ে সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে বলে আরও জানান মমিনুর রহমান প্লাবন।