বৃহস্পতিবার ● ২৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন নুরে জান্নাত রুমী
লামায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন নুরে জান্নাত রুমী
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (১৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) লামা উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন নুরে জান্নাত রুমী। তিনি ৩০ তম ব্যাচে বি.সি.এস ক্যাডার (প্রশাসন) লাভ করেন। নুরে জান্নাত রুমী এর আগে বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ে আরডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মেধায় মননে একজন সু-দক্ষ সরকারি প্রশাসনের ক্যাডার অফিসার ও সদালাপি হাসি-খুশী মনের মানুষ হিসেবে মিসেস নুরে জান্নাত রুমীর সুনাম রয়েছে। বুধবার ২৮ মার্চ লামা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন। এ কর্মকর্তা লামায় যোগদান করায়, জনপ্রতিনিধি, ব্যবসায়ি, শিক্ষক ও সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারের সংশ্লিষ্ট উধর্তন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা আশা করেন, তাঁর সু-দক্ষ তদারকি ও সরকারের সকল মহলের সাথে সমন্বয় সাধনে এলাকায় সরকারি উন্নয়ণে গতিশীলতা আসবে। একই সাথে ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে প্রাণ চাঞ্চল্যতা বঝায় থাকবে।
এর আগে ১৩ অক্টোবর-১৬ ইং থেকে লামা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ২৭ তম ব্যাচে বি.সি.এস ক্যাডার অফিসার মিসেস খিনওয়ান-নু। জানা গেছে তাকে ফেণী জেলার পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে।