শনিবার ● ৩১ মার্চ ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » নান্দাইল ডায়াবেটিক সমিতির উদ্বোধন
নান্দাইল ডায়াবেটিক সমিতির উদ্বোধন
স্বপন কুমার সাহা, নান্দাইল প্রতিনিধি :: (১৭ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৭মি.) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ডায়াবেটিক সমিতির উদ্বোধন ও নতুন ভবন নির্মাণের জন্য স্থান নির্ধারণ করে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ৩১ মার্চ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে নাডাস এর প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম শাহজাহান সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, ভিত্তিপ্রস্তর স্থাপনসহ এ অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- নান্দাইল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, ময়মনসিংহ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মতিউর রহমান ভুইয়া, নেত্রকোণা জেলার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক বাহার প্রমূখ।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা অফিসার ডা.অনুপম ভট্টাচার্য, অফিসার ইনচার্জ ইউনুস আলী, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরাফ উদ্দিন ভূইয়া, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মাজহারুল হক ফকির, আওয়ামীলীগ নেতা হাছান মাহমুদ জুয়েল, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ ছাড়াও এলাকার সূধীজন আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
তার আগে নান্দাইল চারিআনিপাড়া এলাকায় নতুন ভবন নির্মাণের জন্য স্থান নির্ধারণ করে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নান্দাইল ডায়াবেটিক সমিতির কার্যক্রমের উদ্বোধন করেন নাডাস এর প্রধান উপদেষ্টা মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।
এ অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সম্মানে মানপত্র পাঠসহ সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নাডাস এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এডভোকেট ফকির হাবিবুর রহমান।
প্রসঙ্গত,নান্দাইল উপজেলায় ডায়াবেটিক সমিতির কার্যক্রম শুরু হওয়ায় ১২টি ইউনিয়নের জনগণসহ আশপাশের উপজেলার সাধারণ মানুষ এর সুবিধা ভোগ করতে পারবে। সেইসাথে মরণব্যাধি সম্পর্কে সকলকে সচেতন করে সেবার মাধ্যমে এ প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে বলে সাধারণ মানুষজন আশাবাদ ব্যক্ত করেন।