শনিবার ● ৩১ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা উপজেলা অটোরিক্সা চালক সমিতির নির্বাচন এর ফলাফল
মাটিরাঙ্গা উপজেলা অটোরিক্সা চালক সমিতির নির্বাচন এর ফলাফল
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৭ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৩মি.) দিনভর ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয় মাটিরাঙ্গা উপজেলা সমবায় কার্যালয় প্রাঙ্গনে ।
নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোট গ্রহন শেষে বিকালে উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিউল আলমের উপস্থিতিতে সভাপতি পদে মো. আব্দুস ছোবহান চেয়ার প্রতীক ,সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন ( হরিণ প্রতীক) ও সাধারন সম্পাদক পদে মো. আব্দুল কাদের (দোয়াত কলম প্রতীক) কে বিজয়ী হিসেবে নাম ঘোষনা করেন নির্বাচনী নিরাপত্তার দায়িত্বপালনকারী মাটিরাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক পার্থ রায় চৌধুরী ।
এ সময় সমিতির উপদেষ্টামন্ডলী,সাধারণ সদস্য ও নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে আনন্দ উল্লাস প্রকাশ করে সমিতির সদস্যরা বিজয়ী নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে মিষ্টিমুখ করান।
সুত্রে জানা গেছে, এ বারের নির্বাচনে সভাপতি পদে মো. আবদুস সোবহান চেয়ার প্রতীক নিয়ে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. আবুল কালাম আলম-ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ ভোট,
এই পদে বাতিল ভোটের সংখ্যা-১।
অন্যদিকে সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো. শফিক মিয়া পেয়েছেন ২৭ ভোট ও মো. বশির মিযা পেয়েছেন ১৯ ভোট । এ পদে বাতিল ভোটের সংখ্যা ২৪।
এছাড়াও সাধারন সম্পাদক পদে মো. আবদুল কাদের দোয়াত কলম প্রতীকে ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. আবুল কাশেম পেয়েছেন পেয়েছেন ৩৬ ভোট ও মো. মহসিন বিল্লাহ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ ভোট। এ পদে বাতিল ভোট সংখ্যা-১২।
আর সম্মানিত সদস্য পদে মো. কামাল হোসেন তালাচাবি প্রতীক-৮৬, মো. নুরনবী মাছ প্রতীক-৭৫, মো. শাহ আলম মোবাইল ফোন প্রতীক-৭৩, মো. আনোয়ার হোসেন মাছুম কাঠাল প্রতীক ৭১, মো. আক্তার হোসেন মই প্রতীক-৬৯, মো. শফিক কুড়াল প্রতীকে- ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে মো. আবুল খায়ের-৪১, নুরুল আলম আম প্রতীক,-২৯, মো. এমদাদ মিয়া-৩৪ পেয়েছেন। সর্বমোট ১৫০ ভোটারের মধ্যে ১৪২ ভোটার ভোট প্রদান করেছেন । বাকী ৮ জন ভোটার অনুপস্থিত ছিলেন।