শনিবার ● ৩১ মার্চ ২০১৮
প্রথম পাতা » পাবনা » পাবনায় ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতিহত করে ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠা করা হবে
পাবনায় ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতিহত করে ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠা করা হবে
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৭ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি.) প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ৪২ বছর পর উন্নয়নশীল দেশে পর্দাপন করতে যাচ্ছি। জেলা প্রশাসন সব সময় ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে। আজ শনিবার দুপুওে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে পাবনা জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম এ মন্তব্য করেন। তিনি, মুক্তিযোদ্ধাদের জন্য কোন কাজের ক্ষেত্রে ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর সৃষ্টিতে দেখার অনুরোধ জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অতিরিক্ত ডিআইজি মাহফুজুল ইসলাম রঞ্জু,সাবেক এমপি মকবুল হোসেন সন্টু,বদিউজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তদব্য দেন। কমান্ডার শাজাহান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,আইয়ুব আলীসহ অন্যান্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানে ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাপরিষদ ঈশ্বরদী শাখা বিলুপÍ করে আবুল বাশার বাদশাকে আহবায়ক ঘোষনা করা হয়।
বক্তারা দৃঢ়চিত্তে ঘোষনা দিয়ে বলেন,পাবনা জেলায় ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতিহত করে ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদেও প্রতিষ্ঠা করা হবে। ইতমধ্যে পাবনা জেলার পাঁচ জন ভুয়া মুক্তিযোদ্ধাকে গত ২৮ মার্চ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বক্তারা আরও বলেন,ভুয়াদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। যে সব কর্মকর্তা টাকা নিয়ে ভুয়াদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে ,তাদের চিনিহিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অতিরিক্ত ডিআইজি মাহফুজুল ইসলাম রঞ্জু সকল মুক্তিযোদ্ধাদের উত্তরীয়,ব্যাজ ও ক্যাপ পড়িয়ে দেন। আওতাপাড়া বাজারে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।