শনিবার ● ৩১ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মং রাজা মুক্তিযোদ্ধা মং প্রু সেইনেকে মরণোত্তর সম্মাননা
মং রাজা মুক্তিযোদ্ধা মং প্রু সেইনেকে মরণোত্তর সম্মাননা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৭ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২০মি.) মহান মুক্তিযুদ্ধে বিরল অবদানে স্বীকৃতি হিসেবে সার্কেল চীফ মং রাজা মুক্তিযোদ্ধা মং প্রু সেইনেকে মরণোত্তর সম্মাননা এবং কৃতি শিক্ষার্থদের শিক্ষা বৃত্তি প্রবর্তন অনুষ্টান করেছে খাগড়াছড়ি সেনা বাহিনী। আজ ৩১মার্চ শনিবার দুপুরে টাউন হলে খাগড়াছড়ি সেনা রিজিয়ন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চীফ মং প্রু সেইনকে সম্মাননা ও শিক্ষা বৃত্তি প্রবর্তন অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বর্তমান খাগড়াছড়ি‘র মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী‘র হাতে এ সম্মাননা তুলে দেন, খাগড়াছড়ি রিজিয়নের আওতায় ৬ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও এসএসসি এবং জেএসসি’র ৪০ কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাম মাহমুদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান ও খাগড়াছড়ি পৌর সভার মেয়র রফিকুল আলম প্রমূখ।