রবিবার ● ১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামের জেলা প্রশাসক এর সাথে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
চট্টগ্রামের জেলা প্রশাসক এর সাথে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
চট্টগ্রাম প্রতিনিধি :: (১৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩১মি.) চট্টগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, অনলাইন গণমাধ্যমে গণমানুষের নির্ভরতা দিন দিন বাড়ছে। তাই সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতার উপর জোর দিতে হবে। তিনি নিজের স্বার্থ পরিপন্থী হলেও পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ জানান। তিনি বলেন, যে কোন ঘটনার পূর্ণাঙ্গ তথ্য না জেনে না লেখায় ভালো কারণ অনলাইনের ভূমিকা এখন সর্বত্র। তিনি নীতিমালা মেনে সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান।
জেলা প্রশাসক উল্লেখ করেন, আমার সামনে টেবিলে অনেকগুলো প্রিন্ট পত্রিকা থাকলেও আমি অনেকগুলোই পড়ার সময় ও সুযোগ পাবো না। কিন্তু ব্যস্ততা শেষে অনলাইনে বিশেষত রাতে অনেকগুলো অনলাইন পত্রিকা পড়ে থাকি। তাই আপনাদের সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন আজ ১ এপ্রিল রবিবার দুপুর ১টায় তাঁর কার্যালয়ে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে (কদম মোবারক এতিমখানা মার্কেট ৫ম তলা, ৪০ মোমিন রোড, কোতোয়ালী, চট্টগ্রাম) মতবিনিময়কালে উপরিউক্ত কথাগুলো বলেন।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ ক্লাবের গত প্রায় দু’বছর ধরে চলমান সার্বিক কার্যক্রম জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করেন। তিনি কার্যক্রমে সন্তুষ্ট হয়ে ইতিবাচক নিউজ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়ে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সহ-সভাপতি সাইদুল হাসান মিঠু, যুগ্ম সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী, অনলাইন নিউজ পোর্টাল অপরাধ তালাশ সম্পাদক মাইন উদ্দিন, অনলাইন নিউজ পোর্টাল অধিকার টুয়েন্টিফোর সম্পাদক রূপন দত্ত, অনলাইন নিউজ পোর্টাল দেশ বার্তা সম্পাদক আবু সালেহ প্রমুখ।