সোমবার ● ২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » অনলাইন গণমাধ্যমের নীতিমালা সময়ের দাবি : চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম
অনলাইন গণমাধ্যমের নীতিমালা সময়ের দাবি : চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম
চট্টগ্রাম প্রতিনিধি :: (১৯ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৮মি.)চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেন, অনলাইন গণমাধ্যম নীতিমালার আওতায় আসা এখন সময়ের দাবি। নীতিমালা না থাকায় অনেকেই অবাধে অনলাইন নিউজ পোর্টাল বা টিভি খুলে বসছে। কিন্তু এ সব কিভাবে চলবে সে বিষয়ে ভাবনা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অনলাইন গণমাধ্যমে কিভাবে চলবে তা নিয়ে সময় এসেছে চিন্তার। তাই অনেক অনলাইন গণমাধ্যম ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। অনলাইন গণমাধ্যম খোলা যত সহজ বন্ধ হওয়া তার চেয়েও সহজ। অনলাইনের এই যুগে অনলাইন গণমাধ্যমের গুরুত্ব বিশ্বময়। আমি অনলাইন গণমাধ্যমের উত্তরোত্তর সফলতা কামনা করি। তিনি প্রসঙ্গক্রমে চলমান লোকসান এড়িয়ে যেতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কথা বলেন।
চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম আজ ২ এপ্রিল সোমবার দুপুরে তাঁর কার্যালয়ে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাথে (কদম মোবারক এতিমখানা মার্কেট ৫ম তলা, ৪০ মোমিন রোড, কোতোয়ালী, চট্টগ্রাম) এর নেতৃবৃন্দ মতবিনিময়কালে উপরিউক্ত কথাগুলো বলেন।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ ক্লাবের গত প্রায় দু’বছর ধরে চলমান সার্বিক কার্যক্রম জেলা পরিষদ চেয়ারম্যানকে লিখিতভাবে অবহিত করেন। তিনি কার্যক্রমে সন্তুষ্ট হয়ে যে কোন একদিন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবে যুক্ত সাংবাদিকদের সাথে ঘরোয়া বৈঠক করবেন বলে সম্মতি প্রকাশ করেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সহ-সভাপতি সাইদুল হাসান মিঠু, যুগ্ম সম্পাদক স ম জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন, উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী ও নির্বাহী সদস্য হোসাইন মিন্টু প্রমুখ।