বৃহস্পতিবার ● ৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বাগেরহাটে পাউবো’র কোটি কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলদারদের কবলে
বাগেরহাটে পাউবো’র কোটি কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলদারদের কবলে
বাগেরহাট অফিস :: (২২ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৬মি.) বাগেরহাটের চিতলমারীতে পানিউ ন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকার সম্পত্তি এখন অবৈধ দখলদারদের কবলে পড়ে বেহাত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দখলদারিত্ব নিয়ে এলাকায় প্রতিনিয়ত ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। দখলকৃত সম্পত্তি উদ্ধারের জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসি।
এলাকা বাসির সাথে কথা বলে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পাশ ঘেঁষে বয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধ। আর এ বাধের দু’পাশে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকার সম্পত্তি। দীর্ঘদিন ধরে এ সম্পত্তি তদারকির অভাবে এলাকার দখল বাজরা যে যার মতো দখল নিচ্ছে। ফলে এ সম্পত্তি দখল নিয়ে এলাকায় বিভিন্ন গ্রুপের মধ্যে চলছে আধিপত্য বিস্তারের লড়াই। প্রতিনিয়ত ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ ও মারপিটের ঘটনা। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এ ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছে সচেতন মহল।
উপজেলার সদর ইউনিয়নের রায় গ্রামের বাসিন্দা মনিরুল জানান, বেড়ি বাঁধের জায়গা দখল নিয়ে এলাকায় প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এলাকার বিপুল মন্ডল ও অমল মৃধাসহ কিছু প্রভাব শালীরা অনেকে রাতারাতি নির্বিঘে্ন ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এসব বিষয় নিয়ে মামলা-হামলার ঘটনা ঘটছে। এর পরেও নির্মাণকাজ থেমে নেই। এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি।
এ ব্যাপারে চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে বিপুল মন্ডলের সাথে কথা হলে তিনি জানান, তিনি সাংবাদিকদের কোন বক্তব্য দিতে রাজি নন। এ বিষয়ে তথ্য নিতে হলে থানার ওসির সাথে কথা বলতে বলেন তিনি।
চিতলমারী থানার ওসি অনুকূল সরকার জানান, দখলদারদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, তিনি এলাকায় সদ্য বদলি হয়ে এসেছেন। জায়গা দখলের বিষয়ে তিনি অবহিত নন। এ ব্যাপারে খোঁজ নিয়ে দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।