শুক্রবার ● ৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বাগেরহাটে আসামী পলায়ন : দুই পুলিশ বরখাস্ত
বাগেরহাটে আসামী পলায়ন : দুই পুলিশ বরখাস্ত
বাগেরহাট অফিস :: (২৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৩মি.) বাগেরহাটের চিতলমারী উপজেলা হাসপাতাল থেকে পুলিশ পাহারায় চিকিৎসাধীন এক মাদক মামলার আসামী পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ৫ এপ্রিল বৃহষ্পতিবার রাতে মাদক মামলার এজাহারভূক্ত আসামী তন্ময় মন্ডল (২০) নামে ওই যুবক কর্তব্যরত পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পুলিশ পাহারায় আসামী পালানোর ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, চিতলমারী থানার কনস্টবল আব্দুর রউফ ও শওকত আলী। ৬ এপ্রিল শুক্রবার তাদের বাগেরহাট জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামী তন্ময় মন্ডল চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খড়মখালী গ্রামের প্রয়াত বলরাম মন্ডলের ছেলে। পালিয়ে যাওয়া ওই আসামীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল চন্দ্র সরকার বলেন, গত ২ এপ্রিল রাতে চিতলমারী উপজেলার খাসেরহাট এলাকায় পুলিশ অভিযানে যায়। পুলিশের ধাওয়ায় তন্ময় রাস্তার উপর পড়ে কোমরে ও পায়ে আঘাত পায়। পরে তার দেহ তল্লাসি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। মাদক উদ্ধারের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মারফত আলী বাদী হয়ে চিতলমারী থানায় তন্ময়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। সেখান থেকে তন্ময়কে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ পাহারায় চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তন্ময়ের বাথরুম চাপলে পুলিশ তার হাতের হাতকড়া খুলে দেয়। এসময় সে বিছানা থেকে নেমেই পাহারায় থাকা পুলিশ সদস্য শওকত আলী ও আব্দুর রউফকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে চিতলমারী থানায় মাদক ছাড়াও তিনটি চুরির মামলা রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চিতলমারী থানার কনস্টবল আব্দুর রউফ ও শওকত আলী নামে দুজনকে সাময়িক বরখাস্ত করে শুক্রবার বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক মামলার আসামী তন্ময় মন্ডলকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।