শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ঢাকা » বাংলাদেশ কংগ্রেস’র কর্মশালা
বাংলাদেশ কংগ্রেস’র কর্মশালা
প্রেস বিজ্ঞপ্তি :: বাংলাদেশ কংগ্রেসের কর্তৃক আয়োজিত ‘গ্রহণযোগ্য নেতৃত্ব অর্জনে করণীয়’ শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল ৬ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় রাজধানীর বাংলামটরে বাংলাদেশ কংগ্রেসের দলীয় কার্যালয়ে শুরু হয়। দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
কর্মশালার সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন দলের মহাসচিব এ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম। দলের সাংগঠনিক সম্পাদক বাপ্পী সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সাধারন সম্পাদক আব্দুল মালেক রতন, মুক্তিযোদ্ধা ৭১ প্রজন্ম। আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন আহমেদ গেরিলা, গবেষক মাহমুদুল হাসান নিজামী ও দলের কেন্দ্রীয়সহ স্থানীয় নেতৃবৃন্দ।
দেশের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-উপজেলা রাজনীতির সমস্যার দিকগুলো নিরষনে করার লক্ষ্যে দলীয় কর্মশালা আয়োজন করা হয়। -