শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় সেতুর অভাবে স্কুলে যেতে পারে না শিক্ষার্থীরা : সেতু নির্মাণের দাবী
মাটিরাঙ্গায় সেতুর অভাবে স্কুলে যেতে পারে না শিক্ষার্থীরা : সেতু নির্মাণের দাবী
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৪ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৯মি.) পার্বত্য খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড পুর্ব খেদাছড়া হিরণ মিয়ার দোকান থেকে হেমঙ্গ কার্বারী পাড়া যাতায়াতের সংযোগস্থলে একটি সেতু নির্মাণ জরুরী। স্বল্প সময়ে যাতায়াত করা যায় বলে পাহাড়ে ঘেরা এই প্রত্যন্ত জনপদের লক্ষী মোহন চাকমা পাড়া, সুধীর কুমার পাড়া, শিবুরাম পাড়া, মাইসা ছড়াসহ প্রায় ৫ পাড়ার মানুষের একমাত্র নির্ভরতা এই রাস্তাটি। প্রায় ৪/৫ হাজার বসবাসরত মানুষের চাহিদার বিষয়টি বিবেচনা করে ৫ বছর পুর্বে বেলছড়ি ইউনিয়ন পরিষদ কর্তৃক উপরে কাঠের ছাউনি ও নীচে কংক্রিটের পিলার দিয়ে একটি সেতু নির্মাণ করা হলেও তা খরস্রোতা বন্যার পানি ভেঙ্গে নিয়ে গেছে দু-বছর আগে। এখন সেতু না থাকায় বর্ষা মৌসুমে স্কুল-কলেজ ও মাদ্রাসা মক্তবের শিক্ষার্থী যাতায়াত, হাসপাতালে রোগী আনায়ন ও জরুরী প্রয়োজনে ডা. যাতায়াত-সহ ওপারের কৃষকদের আম,কলা,কাঁঠালসহ উৎপাদিত বিভিন্ন কৃষিজপণ্য বাজারে নিতে পারছেন কৃষকরা।
সরেজমিনে এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আহসান উল্লাহ এই প্রতিনিধিকে জানান, শীতকালে পাঁয়ে হেটে চলাচল সম্ভব হলেও বর্ষা মৌসুমে সব ধরনের চলাচল বন্ধ থাকায় চরম দোর্ভোগ পোহাচ্ছে এখানকার মানুষ। তিনি একটি সেতু নির্মানের দাবী জানিয়ে সংষিøস্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় স্থানীয় এলাকাবাসী ও সরকারী চাকুরিজীবি হিরেন্দ্র বিকাশ ত্রিপুরা বলেন, আমি বর্ষাকালে লুঙ্গি পড়ে সাঁতার কেটে খাল পার হয়ে কর্মস্থলে আসতে পারলেও শিশু শিক্ষার্থীরা তা পারে না , তখন এই এলাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শিক্ষার্থীরাই স্কুলে অনুপস্থিত থাকতে হয়। তিনি শিক্ষা মানুষের মৌলিক অধিকার যা সবার পাওয়ার অধিকার রয়েছে উল্লেখ করে একটি সেতু নির্মানের দাবী করেন।