শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » দেশের বিভিন্ন স্থানে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
দেশের বিভিন্ন স্থানে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
খুলনা প্রতিনিধি :: (২৪ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৭মি.) নানা আয়োজনের মধ্যদিয়ে খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৮ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, র্যালী, আলোচনা সভা, প্রতিযোগিতা, জেনারেল হাসপাতালে দিনব্যাপী হেলথ ক্যাম্পে ফ্রি রক্তচাপ পরিমাপ, স্বেচ্ছায় রক্তদানসহ ওজন ও উচ্চতা পরিমাপ করন।
দিবসটির এবারের প্রতিপাদ্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র। খুলনা সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া নমহাগরীর উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসের প্রতিপাদ্যর উপর বয়সভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিত এবং শিশু স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় র্যালীতে শেষে স্কুল হেলথ ক্লিনিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমান শেখ, প্রাক্তন সিভিল সার্জন ডা. মো. হামে জামাল, কেসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার ও ডব্লিউ এইচওর প্রতিনিধি ডা. মো. অরিফুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
সকালে সিভিল সার্জন অফিস চত্ত্বরে সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাক মাস কমিউনিকেশন ক্যাম্পেইন ইন হার্ড-টু-রীচ এরিয়াস অন কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন। পরে সিভিল সার্জনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, খুলনা মুক্তি সংস্থা, সিএসএস, পিকেএস, সুশীলন, এসএমসি, আরএইচ-স্টেপ, ব্রাক, মেরী স্টোপস, কেসিসি, ছায়াকুঞ্জ, এজিসিডিপি ও দ্বীপ শিখা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাগেরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
বাগেরহাট অফিস :: সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাংস্কৃতি ফাউন্ডেশন মিলনায়তনে শেষ হয়।
শোভাযাত্রায় বাগেরহাট নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশ নেন। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, বিএমএর নেতা ডা. মোশারফ হোসেন, ডা. প্রদীপ কুমার বকসী ও শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন এসজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জে ও শরণখোলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
বাগেরহাট অফিস :: ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষ’ সবার জন্য সবত্র’ এই স্লোগানে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ বাগেরহাটের মোরেলগঞ্জে ও শরণখোলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। মোরেলগঞ্জে ও শরণখোলায়উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলাচেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ মো. শাহ্-ই-আলম বাচ্চু মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি। সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. শর্মী রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগম রেবেকা খাতুন, বাজার কমিটির সম্পাদক দেলোয়ার হোসেন, এসআই ইকরামুল ইসলাম, কাউন্সিলর মো. রেদোয়ান, মো. মহিদুল ইসলাম প্রমুখসহ স্বাস্থ্য বিভাগে সকল কর্মকর্তা কর্মচারী সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা। আপরএদিকে শরণখোলায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্দোগে আজ ৭ এপ্রিল সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্নাঢ্য র্যালি রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনের প্রশিক্ষন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘সর্বজনিন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরণখোলা উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকার্তা ডা. অসিম কুমার সমদ্দারের সভাপতিত্বে এবং পরিসংখ্যান বিদ বলরাম কিত্তনিয়ার পরিচালনায় বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ কাজী মাহমুদা সুলতানা, ডা. দিবাকর বসাক সহ স্বাস্থ্য বিভাগে সকল কর্মকর্তা কর্মচারী সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা