রবিবার ● ১৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » মহাসড়কের উপর শীতের কাপড়ের দোকান: যানজটে নাকাল যাত্রীরা
মহাসড়কের উপর শীতের কাপড়ের দোকান: যানজটে নাকাল যাত্রীরা
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগর ও শিল্পনগরী টঙ্গীতে শীতের কাপড়ের দোকানে মানুষের ভিড় বেড়েই চলছে ৷ মহানগরের টঙ্গীবাজার হকার্স মার্কেট ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীবাজার, চেরাগআলী মার্কেট বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তাসহ সকল মার্কেট, শপিং মলে শুরু হয়ে গেছে জমজমাট বেচাকেনা৷
এদিকে মহাসড়কের উপর বাজার বসিয়ে মার্কেট মালিক, রাজনীতিবিদ ও পুলিশ তাদের পকেট ভারি করলেও ক্রেতাদের নিরাপত্তায় যেমন কেউ নেই, তেমনি মহাসড়কে যানজটে পড়ে নাকাল যাত্রীরা৷
১৩ ডিসেম্বর রবিবার বিকেলে মহানগরের কয়েকটি মার্কেট ঘুরে জমজমাট কেনাবেচার চিত্র ও মহাসড়কের ওপর ঝুঁকি নিয়ে ক্রেতাদের কেনাকাটা করতে দেখা গেছে৷ শীতবস্ত্রের জন্য বিখ্যাত টঙ্গীবাজার হকার্স মার্কেট৷ এখানে পাইকারী ও খুচরা বেচা কেনা হয়ে থাকে৷ এ মার্কেটের মালামাল জেলার বাইরে রাজধানীর উত্তরা ও আব্দুল্লাহপুরসহ বিভিন্ন মার্কেটেও যায় বলে জানান ব্যবসায়ীরা৷ এ মার্কেটে বিদেশ থেকেও শীতবস্ত্র আমদানি করা হয়ে থাকে৷ একসময় বিদেশ থেকে আসা পুরনো কাপড় দিয়েই শীতবস্ত্রের পসরা সাজাতো টঙ্গীবাজারের হকার্স মার্কেটের ব্যবসায়ীরা৷ এখনও বিদেশ থেকে পুরাতন কাপড় আসছে৷ তবে দেশের বিভিন্ন এলাকায় উত্পাদিত গরম কাপড়ও এখন বাজারে চাহিদা রয়েছে৷
টঙ্গী বাজারের ব্যবসায়ী মো. মনির হোসেন জানান, চীন থেকে আসা কোট, ব্লেজার এবং স্যুয়েটারের প্রতি তরুণ-তরুণীদের আকর্ষণ বেশি৷
চান্দনা চৌরাস্তার ব্যবসায়ী কামাল হেসেন বলেন, ছোটদের শীতের কাপড় বেচা কেনা বেশি হচ্ছে৷ তবে পোশাক কারখানার বেতন হলেই সকল ধরনের গরম কাপড়ে বিক্রি বাড়বে বলে আশা করছেন৷
টঙ্গী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই হাসানুজ্জামান প্রতিনিধিকে বলেন, আমরা দাবড়িয়ে মহাসড়ক থেকে বাজার সরিয়ে দিলে স্থানীয় সরকারদলীয় নেতা ও মার্কেটের মালিক-দোকানদাররা পরক্ষণেই আবার প্রভাব খাটিয়ে বসিয়ে দেয়৷ পুলিশের কনস্টেবলরা কিছু করে থাকলে আমার জানা নেই৷ তবে প্রমাণ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন৷