রবিবার ● ৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ
ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ
ময়মনসিংহ অফিস :: (২৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) ময়মনসিংহে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করছে।
আজ ৮ এপ্রিল রবিবার দুপুর আড়াইটা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে রাস্তায় বসে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা দুপুর থেকেই শহরের বাইপাস মোড়ে জড়ো হয়ে অবস্থান কর্মসূচী পালন করে।
বিভিন্ন জায়গা থেকে শ্লোগানে শ্লোগানে ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘আমাদের দাবি, মানতে হবে মেনে নাও,’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই,’ ‘১০% এর বেশি কোটা নয়।’মিছিল নিয়ে শিক্ষার্থীরা কর্মসূচিস্থলে আসতে শুরু করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ অবরোধ সৃষ্টি হয়। ফলে ব্যপক যানযট দেখা দেয়।
আন্দোলনকারীরারা জানান, কেন্দ্রীয় নির্দেশ না আসা পর্যন্ত তাদের এই অবরোধ চলবে। আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করব।
আন্দোলনকারীরা বলেন,কোটা ব্যবস্থা সংস্কার করে শতকরা ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না থাকলে শূন্য পদগুলোতে মেধা ভিত্তিতে নিয়োগ দেয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একের অধিক বার ব্যবহার বন্ধ করা, কোটায় কোনো বিশেষ ধরনের নিয়োগ পরীক্ষা না নেয়া, চাকরির পরীক্ষায় সবার জন্য অভিন্ন নম্বর কর্তন ও বয়সসীমা রাখাসহ কোটা সংস্কারের পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরেন।
এসময় শিক্ষার্থীরা আরও বলেন, দেশের মাত্র তিন শতাংশ মানুষের জন্য ৫৬ শতাংশ কোটা বিদ্যমান রয়েছে। ৫৬ শতাংশ কোটা রাখার কারণে প্রকৃত যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। কোটা কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসতে হবে।মেধাবীরা যাতে দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় যেতে পারে, সেটি নিশ্চিত করতে কোটা ব্যবস্থা সংস্কার করার দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।