রবিবার ● ৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে জেএমবি সন্দেহে এক যুবক আটক
ময়মনসিংহে জেএমবি সন্দেহে এক যুবক আটক
ময়মনসিংহ অফিস :: (২৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৯মি.) ময়মনসিংহে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১৪ এক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে এক যুবককে আটক করেছে। আটককৃত মো. রাশেদ উল ইসলাম (২১) নোয়াখালী জেলার চরকলমি থানার কোম্পানীগঞ্জের মো. হানিফ মিয়ার ছেলে এবং ফেনীর সোনাগাজী থানা এলাকার দারুল উলামা মাদ্রাসায় অধ্যয়নরত ছিল।
আজ ৮ এপ্রিল রবিবার দুপুরে র্যাব-১৪ কর্মরত পুলিশের এএসপি ও সহকারী পরিচালক (অপস্) মো. হাফিজুল ইসলাম বাবু এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এই খবর পাঠান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গতকাল শনিবার (৭ এপ্রিল) র্যাবের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ফেনী জেলার সদর থানার লালপোল এলাকায় নব্য জেএমবি সদস্য সন্দেহে মো. রাশেদ উল ইসলামকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদ জঙ্গিবাদের সাথে জড়িত বলে স্বীকার করেছে বলে র্যাব জানায়।
র্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পোস্ট দেখে রাশেদের বন্ধুত্ব হয় অপর নব্য জেএমবি সদস্য মো. ইসমাইল হোসেনের সাথে। ইসমাইলের মাধ্যমে রাশেদের পরিচয় ঘটে আবু শামস নামক একই গ্রুপের আরেক সদস্যের সাথে। এর আগে বগুড়া থেকে ইসমাইল এবং ময়মনসিংহের ত্রিশাল থেকে আবু শামসকে গ্রেফতার করে র্যাব-১৪ একটি বিশেষ টিম। পরে গতকাল শনিবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে ফেনী জেলার সদর থানার লালপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪।
আটককৃত রাশেদকে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মামলা নং-০৪, তারিখ ০৩ নভেম্বর ২০১৭ ইং, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯(৩) মামলায় জড়িত দেখিয়ে পুলিশে কাছে হস্তান্তর করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাবের এই কর্মকর্তা।