সোমবার ● ৯ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » কৃষি » কাউখালীতে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন
কাউখালীতে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন
কাউখালী প্রতিনিধি :: (২৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩১মি.) কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০১৭-২০১৮ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোধনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে উপশি ও নেরিকা ধান,বীজ ও রাসায়ানিক সার আজ সোমবার উপজেলা অফিসার্স ক্লাব মাঠে বিতরন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর বিনা মুল্যে বীজ ও সার বিতরন পুর্বে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা কাউখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমচৌধুরী (চৌচামং)।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা ও মংসুইউ চৌধুরী ডুমং।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কাজি শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান খইচাবাই তালুকদার, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধনকুমার চাকমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ তালুকদার, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, আ’লীগ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মো. বেলাল উদ্দিন, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক, উপ-সহাকারী কৃষি অফিসার মো. আবু তৈয়ব নুর সহ কৃষি প্রণোধনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিকের মোট ২০০জন কৃষক।
আলোচনা সভাশেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিনামুল্যে প্রতি কৃষককে ৪০ কেজি সার, ৫ কেজি করে বীজ বিতরন করেন।