মঙ্গলবার ● ১০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে গ্রহণযোগ্য নির্বাচনের সব ব্যবস্থা করা হবে
গাজীপুরে গ্রহণযোগ্য নির্বাচনের সব ব্যবস্থা করা হবে
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৩মি.) নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হব। এখন পর্যন্ত স্থানীয় সরকারের কোনো নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আমরা সবকিছু করবো যাতে করে একটি গ্রহণযোগ্য এবং আইনানুগ নির্বাচন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, এই উপলক্ষে আমাদের নির্বাচনের কমিশনের যাতে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকে এবং যথাযথভাবে সক্ষমতা সৃষ্টি হয় সবাইকে সমানভাবে সেবা দেয়া যায় সেইজন্য আমরা দুই দিনব্যাপী রিটার্নিং, সহকারী রিটার্নিং এবং তাদের সহায়তাকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।’
আজ ১০ এপ্রিল মঙ্গলবার দুপুরে গাজীপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রিটার্নিং, সহকারী রিটানিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করিনি। মাত্র কয়েক দিন আগে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন করেছি। সেখানে সেনা মোতায়েন না করেও একটি মডেল নির্বাচন করেছি। প্রয়োজন হলে বিজিবি মোতায়েন করা হবে। এমনকি প্রয়োজন মনে হলে সরকারকে অনুরোধ করা হবে আরও বড় কিছু দেয়ার জন্য।’
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নি অফিসার রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব আবুল কাশেম, নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক মোস্তফা ফারুক, পরিচালক আব্দুল বাতেন, গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান প্রমুখ।