বুধবার ● ১১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » রাতে অটো রিক্সা ছিনতাই : সকালে ধান ক্ষেতে চালকের লাশ
রাতে অটো রিক্সা ছিনতাই : সকালে ধান ক্ষেতে চালকের লাশ
ময়মনসিংহ অফিস :: (২৮ চৈত্র ১৪২৪ বাঙলা বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাতে দুর্বৃত্তরা অটো রিক্সা ছিনতাইয়ের পর সকালে বোরো ধান ক্ষেত থেকে অটো রিক্সা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটো রিক্সা চালক ফারুক মিয়া (৩৫) উপজেলার উচাখিলা ইউনিয়নের আমদপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আজ ১১ এপ্রিল বুধবার সকালে ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়নের নারায়নপুরের বোরো ধান ক্ষেত থেকে নিহত অটো রিক্সা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহ মমেক হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,ফারুক মঙ্গলবার (১১ এপ্রিল) অটো রিক্সা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। রাত ভর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান করতে পারেনি। পরে স্থানীয়ভাবে জানতে পেরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ফারুকের লাশ দেখে সনাক্ত করে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়না তদন্দের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল আলম খান এ ব্যাপারে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মাথায় মারাত্মক আঘাতের ছিন্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে আটো রিক্সা ছিনতাই করে নিয়ে গেছে।’ মরদেহ মর্গে প্রেরণের পাশাপাশি আটো রিক্সা উদ্ধার এবং জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।