বুধবার ● ১১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » অনলাইন গণমাধ্যম মুহুর্তেই সংবাদ বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে : শেখ ইফতেখার সাইমুল চৌধুরী
অনলাইন গণমাধ্যম মুহুর্তেই সংবাদ বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে : শেখ ইফতেখার সাইমুল চৌধুরী
চট্টগ্রাম প্রতিনিধি :: (২৮ চৈত্র ১৪২৪ বাঙলা বাংলাদেশ সময় রাত ১১.২৯মি.) চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন অনলাইন গণমাধ্যম মুহুর্তের সংবাদ মুহুর্তেই বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে। এখন যুগ অনলাইনের। আজকের সংবাদ কাল পড়ব সেই সময় আর নেই। দিন দিন অনলাইন গণমাধ্যমের গুরুত্ব বেড়েই চলেছে। তাই অনলাইনে যুক্ত সংবাদকর্মীদের সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি সময়ের দাবি। অনলাইন সংবাদকর্মীদের সংবাদ উপস্থাপনে ক্ষেত্র বিশেষে আরো বিবেচক হওয়া উচিত। অনলাইন নিউজ পোর্টাল সমূহ নিবন্ধন ও স্বীকৃতির বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
তিনি আজ ১১ এপ্রিল বুধবার দুপুর ২টায় চট্টগ্রাম জর্জ কোর্টস্থ চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির কার্যালয়ে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরিউক্ত কথাগুলো বলেন। মতবিনিময়কালে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ ক্লাবের উদ্যোগে গত প্রায় দু’বছর ধরে চলমান সার্বিক কার্যক্রম লিখিতভাবে অবহিত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, যুগ্ম সম্পাদক স ম জিয়াউর রহমান, উপ-অর্থ সম্পাদক রূপন দত্ত, উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী, অনলাইন সাংবাদিক মো. জামাল উদ্দিন, এইচ এম মুবিন শিকদার ও মো. সোহেল প্রমুখ।