বৃহস্পতিবার ● ১২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ঢাকা » বাংলাদেশ ডিজিটাল স্কুল এসোসিয়েশন এর যৌথ উদ্দ্যোগে টিচার্স ট্রেনিং প্রোগ্রাম
বাংলাদেশ ডিজিটাল স্কুল এসোসিয়েশন এর যৌথ উদ্দ্যোগে টিচার্স ট্রেনিং প্রোগ্রাম
প্রেস বিজ্ঞপ্তি :: ‘শিশুদের উদ্ভাবনী মেধা বিকাশে শ্রেণিকক্ষে ডিজিটাল শিক্ষার ব্যবহার’ শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০১৮ অনুষ্ঠিত হয় । গতকাল ১১ এপ্রিল রাজধানী আগারগাও জাতীয় গ্রন্থাগার কেন্দ্রের অডিটোরিয়ামে প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশন ও বাংলাদেশ ডিজিটার স্কুল এসোসিয়েশন এর উদ্দ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয় । দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩ শতাধিক শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
শিক্ষকবৃন্দ যাতে একুশ শতকের দক্ষতা অর্জন করে শ্রেণীকক্ষে তথ্যপ্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে পাঠ্য বিষয় উপস্থাপনের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধাবিকাশ বিভিন্ন সমস্যসমূহ সমাধান করে তাদের তাদের সুক্ষ্ম-জটিল চিন্তলক্ষমতা এবং ঐক্যচেতনা বৃদ্ধি করতে পারেন সেটাই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।
শিক্ষক প্রশিক্ষণ দিনব্যাপী এই কর্মশালার প্রশিক্ষক বৃন্দের চমৎকার উপস্থাপনায় রাত ৮ পার্যন্ত প্রশিক্ষণ চলে । পিপলস্ ইউনিভারসির্টি ভাইস চ্যেন্সালর প্রফেসর ড. একেএম সালাহউদ্দিন এই কর্মশালায় চিফ ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন তিনি বলেন শিশুদের উদ্ভাবনী মেধা বিকাশে শিশুদের শিক্ষার পরিবেশ, পাঠদান পদ্ধতি ও বিষয়বস্তু আকর্ষণীয় ও আনন্দময় করে তোলা এবং শ্রেণিকক্ষে ডিজিটাল শিক্ষার ব্যবহার অতি জরুরি।
এসময় উপস্থিত ছিলেন বিডিএসএ এর আহবায়ক মীর আব্দুল মালেক। তিনি আনন্দময় একটি সেশন পরিচালনা করেন মুখস্থ বিদ্যার পরিবর্তে বিকশিত চিন্তাশক্তি, কল্পনাশক্তি ও জানার আগ্রহ উদ্ভাবনী মেধা মননের অধিকারী হতে হলে ডিজটাল শিক্ষার বিকল্প নাই ।
ডা. ডানজিবা দীর্ঘ ১ ঘন্টা একটি সেশন পরিচালনা করেন আজমল আকমাইন এর উদাহরন দিয়ে বলেন শিশুরাই উদ্ভাবনী মেধা দিয়ে রোবট তৈরী করবে। সকল শিক্ষার্থী যাতে প্রতিস্তরে মানসম্মত প্রান্তিক যোগ্যতা অর্জন করতে পারে তা নিশ্চিত করতে ডিজিটাল শিক্ষার কন্টেন্টের ব্যবহার জরুরী ।
ট্রেনিং সেশনে উপস্থিত ছিলেন গোল্ডেন সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। তিনি ডিজিটার নিরাপত্তা নিয়ে সার্বিক বিষয় তুলে ধরেন এবং শিশুদের নিরাপদ ইন্টারনেট এর ব্যবহারের কথা বলেন ।
প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশনের চেয়্যাম্যান গোলাম সরোয়ার মানিক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি সমাপনি বক্তব্যে বলেন শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন চলবে । শিশুরাই হবে প্রোগ্রামার, স্কুল ক্যাম্পিং স্ক্র্যাাচ টেনিং এর কথা ও বলেন ।
উপস্থিত ছিলেল নির্ভীক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক একরামুল হক আসদ, প্রযুক্তি প্রজন্ম ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক মোসফিকা খানম, দপ্তর সম্পাদক সরদার গোলাম রসুল,শিশু সাহিত্যি জসিম উদ্দিন জয়, বিডিএসএ এর যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন হেলাল, মুহাম্মদ ওহাব আহম্মেদ, বশির উদ্দিন , তানভির হোসেন, এস.এম সেহেল রানা ও আল আমিন প্রমুক।