বৃহস্পতিবার ● ১২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » ডা. এস এম কাউসার মেধা বৃত্তি’র পুরষ্কার বিতরণ
ডা. এস এম কাউসার মেধা বৃত্তি’র পুরষ্কার বিতরণ
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৯ চৈত্র ১৪২৪ বাঙলা বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) রাঙ্গুনিয়ায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৫৮ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ডা এস এম কাউসার। আজ ১২ এপ্রিল বৃহষ্পতিবার দুপুরে উপজেলা সদরের ইছাখালী’র ইছামতি কমিউনিটি সেন্টারে “ ডা. এস এম কাউসার বৃত্তি” নামে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি প্রদান করা হয়। ২০১৭ সালে শেষের দিকে উপজেলার ৫৮ টি স্কুলের ৭৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
অনুষ্ঠানে সর্বোচ্চ নম্বর পাওয়া পাঁচ জন শিক্ষার্থীকে স্বর্ন পদক দেয়া হয়। রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সফিউল আজম সিরাজী।
প্রধান অতিথি ছিলেন বৃত্তির পৃষ্ঠপোষক ডা. এস এম কাউসার।
এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহসভাপতি ফিরোজুল আলম, সাধারণ সম্পাদক আকতার হোসেন, প্রচার সম্পাদক পিয়াস বড়ুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালেব, সদস্য ছেনোয়ারা বেগম, শিক্ষক পরীক্ষা নিয়ন্ত্রক খিজির হায়াত, প্রধান পরীক্ষক বদি আহমদ চৌধুরী, পোমরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার ও শিক্ষক মো. শাহ আলম প্রমুখ।