বৃহস্পতিবার ● ১২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন রুপকল্প শীর্ষক আলোচনা সভা
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন রুপকল্প শীর্ষক আলোচনা সভা
ষ্টাফ রিপোর্টার :: (২৯ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১১মি.) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত “পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন রুপকল্প” শীর্ষক আলোচনা সভা আজ ১২ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের মাইনী মিলনয়াতনে অনুষ্ঠিত হয়।
“পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন রুপকল্প” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
“পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন রুপকল্প” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি।
এসময় রাঙামাটি জেলার সকল বিভাগীয় সামরিক-বেসমরিক প্রধানগণ ও ষ্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন।
এছাড়া এর আগে সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফুল বিজু উৎসব উপলক্ষে র্যালী ও গর্জনতলী ত্রিপুরা সম্প্রদায়ের কর্লফুলি নদীতে ফুল ভাষানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।
এ সময় বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবীরসহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।