রবিবার ● ১৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাবতলীতে ঋণ আদায় মহাক্যাম্পের উদ্বোধন
গাবতলীতে ঋণ আদায় মহাক্যাম্পের উদ্বোধন
বগুড়া থেকে আল আমিন মন্ডল:: নবান্ন উত্সবের সমাপনী উপলক্ষে রবিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাবতলী শাখা উদ্যোগে ঋণ গ্রহিতার নিকট থেকে ঋণের টাকা গ্রহনের মাধ্যমে ঋণ আদায় মহাক্যাম্প উদ্বোধন করেন ইউএনও মোছাঃ মাজেদা ইয়াসমীন৷ উদ্বোধন শেষে গ্রাহক সমাবেশ গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মাজেদা ইয়াসমীন৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ খান৷ এসময় উপস্থিত ছিলেন রাকাব গাবতলী শাখার ২য় কর্মকর্তা আব্দুস সাত্তার, সামসাদ, আমিরুল ইসলাম, আনিছুর রহমান, লুত্ফর রহমান, জিল্লুর রহমান, মেহবুব আলী, আবু তৈয়ব, শাহ আলম প্রমূখ৷ ঋণ আদায় মহাক্যাম্পে ১’শ ৮জন ঋণ গ্রহিতার নিকট থেকে ৫৫লাখ টাকা আদায় করা হয়৷ এরমধ্যে ১২লাখ শ্রেণীকৃত, ২২লাখ সম্ভাব্য শ্রেণীকৃত ও অবশিষ্ট অশ্রেণীকৃত৷ গ্রাহক সমাবেশ শেষে ইউএনও মোছাঃ মাজেদা ইয়াসমীন’কে রাকাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত ওসি শাহিদ মাহমুদ খান’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷
আপলোড : ১৩ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৩০ মিঃ