

সোমবার ● ১৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়ির পৌর নির্বাচন মেয়র-২, কাউন্সিলর-৪, সংরক্ষিত-১ প্রত্যাহার
খাগড়াছড়ির পৌর নির্বাচন মেয়র-২, কাউন্সিলর-৪, সংরক্ষিত-১ প্রত্যাহার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় দু’টি পৌর নির্বাচনে তরুন প্রজন্মকে প্রধান্য দিতে খাগড়াছড়ি পৌর সভার মেয়র প্রার্থী ২জন ও কাউন্সিলর ৪জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১জন করে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে৷ রোববার বিকেলে খাগড়াছড়ির পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী ধীমান খীসা ও দীপায়ন চাকমা প্রত্যাহার করে নেয়৷ ৮নং ওয়ার্ডে তরুন প্রজন্মকে নেতৃত্বে উত্সাহিত করতে কাউন্সিলর পদে প্রার্থীতা প্রত্যাহার করেছে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চন্দন কুমার দে৷ একই ওয়ার্ডে কাউন্সিলর পদে তিনি সমর্থন দিয়েছেন তারই ছোট ভাই সমতুল্য পরিমল দেবনাথকে৷ শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি রির্টানিং অফিসার এটিএম কাউসার এর কার্যালয়ে চন্দন কুমার দে তার প্রার্থিতা প্রত্যাহার করেন৷ ৪নং ওয়ার্ডের মো: নজরুল ইসলাম ও সংরক্ষিত(১,২,৩) মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী সুরভী খাীসা প্রত্যাহার করে নিয়েছে৷ মোট প্রার্থী প্রতীদ্বন্দ্ধিতা করবে মেয়র পদপ্রার্থী ৫জনের মধ্যে নাগরিক কমিটি’র প্রার্থী বর্তমান মেয়র মো: রফিকুল আলম, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: শানে আলম, বিএনপি’র প্রার্থী এ্যাড. আব্দুল মালেক মিন্টু, জাতীয় পাটি প্রার্থী মো: ইসহাক, ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কিরণ মারমা, সংরক্ষিত মহিলা আসনে-১২জন, সাধারন কাউন্সিলর ৪২জন ৷
উপজেলা মাটিরাংগা পৌরসভার মেয়র প্রার্থীতা ৩জনই প্রত্যাহার না করায় তারা সকলেই প্রতিদ্বন্দ্ধিতা করবে ৷ ৮নং ওয়ার্ডের মো: তৌহিদুল ইসলাম ও মো: আলী হাসান নয়ন প্রত্যাহার করেছে ৷ মাটিরাংগা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোট প্রতিদ্বন্দ্ধীতা করবে মেয়র ৩জন ৷ তাদের মধ্যে মাটিরাঙা পৌরসভায় আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মোঃ শামছুল হক, বিএনপির প্রার্থী হিসেবে মোঃ বাদশা মিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী হিসেবে মো. আলী আশ্রাফে প্রতিদ্বন্ধিতা করবে৷ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৮জন, সাধারন কাউন্সিলর ৪১জন ৷
জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এটিএম কাউসার হোসেন রোববার বিকেলে প্রত্যাহার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ৷
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও মাটিরাংগা রিটার্নিং অফিসার মোহাম্মদ নূরুল আলম জানান, মেয়র প্রত্যাহর নেয়, কিন্তু ২জন কাউন্সিরর প্রত্যাহার বিষয়টি নিশ্চিত করেছেন ৷
খাগড়াছড়ি সদর আওয়ামী লীগের সাধারণ সমপাদক ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চন্দন কুমার দে জানান, তরুণ প্রজন্মকে নেতৃত্বে উত্সাহিত করতে সামাজিক ভাবে সকলের সিদ্ধান্তে একমত হয়ে আমি পরিমল দেবনাথকে সমর্থন জানিয়ে আমার প্রার্থিতা প্রতাহার করেছি৷
অন্যদিকে কাউন্সিলর প্রার্থী পরিমল দেবনাথ জানান, ৮নং ওয়ার্ডে সচেতন ভোটাররা মনে করেন আমি নির্বাচিত হলে এ ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে উন্নয়ন সম্ভব তাই আমিও এলাকার সকলের পাশে থাকতে চেষ্টা করে যাব৷
আপলোড : ১৩ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৩৪ মিঃ