শনিবার ● ১৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » সলঙ্গায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
সলঙ্গায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৯মি.) বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ষবরণ করা হয়। শনিবার সকাল পৌনে ৯টার দিকে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সলঙ্গা থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ফ,ম জহুরুল ইসলামের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সামনে পানে অগ্রসর হতে থাকে।
শোভাযাত্রায় নানা ধরনের প্রতীকী শিল্পকর্ম বহন করা হয়। প্রত্যেকের হাতে, মাথায় বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী বিভিন্ন প্রতীকী উপকরণ, রং-বেরংয়ের নানা প্রাণির প্রতিকৃতি।
শোভাযাত্রায় বাঙালির সংস্কৃতির পরিচয়বাহী হাতি,ঘোড়া, বাঘ, কলশী, চালুন,কুলা, একতার,মাছ, পালকি,ঘুড়ি,চরখী, বর-বউ প্রতিকৃতি ছিলো চোখে পড়ার মতো।
মঙ্গল শোভাযাত্রায় সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদত আতাউর রহমান লাভু, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামন, থানা জাতীয় পার্টির সভাপতি গজেন্দ্র নাথ মন্ডল, বিদ্যালয়ের সভাপতি আলী আশরাফ, সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য আহসান হাবিব, সলঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশ করেন।