শনিবার ● ১৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে পহেলা বৈশাখে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা
বিশ্বনাথে পহেলা বৈশাখে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা
বিশ্বনাথ প্রতিনিধি :: (১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪১মি.) সিলেটের বিশ্বনাথে আজ শনিবার পহেলা বৈশাখে উপজেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পরিষদ আয়োজনে এবং বিশ্বনাথ থিয়োটারের পরিচালনায় বর্ষবরণের শুরুতেই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ উপলক্ষে আয়োজিত বৈশাখী উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফামেতা তোজ জোহরা, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ, উপজেলা আওমালীগের যুগ্ম-সম্পাদক আমির আলী চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক মখদ্দুছ আলী, বিশ্বনাথ নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সভাপতি শামিম আহমদ ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু। এতে পরিচালনা করেন বিশ্বনাথ নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব নবীন সোহেল।
বৈশাখী উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে সকাল ১১টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। উপজেলা নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক অধ্যক্ষ নেহারুন নেছার সভাপতিত্বে ও সদস্য সচিব নবীন সোহেল’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তোজ জোহরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান ও যুগ্ম-সম্পাদক আমির আলী চেয়ারম্যান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।