শনিবার ● ১৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ
পানছড়িতে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ
পানছড়ি প্রতিনিধি :: (১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৪মি.) মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেছে খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলাবাসী।
আজ শনিবার সকালে পানছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের নেতৃত্বে সকল শ্রেণী পেশার মানুষ নিজ নিজ জাতি গোষ্ঠীর ঐতিয্যবাহি পোশাক পড়িধান করে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করে। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. বাহার মিয়া, বিএনপি‘র সভাপতি মো. বেলাল হোসেন, আওয়ামীলেিগর সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে, নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আবাল-বৃদ্ধ-বনিতা, শিশু কিশোর, নারী-পুরুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এছাড়া সাওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পাতাবাহা (বৈসাবি ) ১৪২৫ বঙ্গাব্দ। সাওতাল উন্নয়ন সংসদ ও সাওতাল স্টুডেন্টস ফোরাম পানছড়ির আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রায় অংশ গ্রহন করে।