রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১ : আহত-৫
ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১ : আহত-৫
ময়মনসিংহ অফিস :: (২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৯মি.) ময়মনসিংহের ত্রিশালে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ ১৫ এপ্রিল রবিবার দুপুর ১২ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বানারব্রীজের পাশে একটি এবং রাগামারা এলাকায় সকাল ৮ টার দিকে অপর দূর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার বেলা ১২টার দিকে উপজেলার বানারব্রীজের কাছে বগুড়াগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৮-৪৭৪০) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশে খাদে পরে গেলে ঘটনাস্থলে অজ্ঞাত (৩৮) একজন নিহত হন।
খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় নিহতের পরিচয় এখনো জানা সম্ভব না হলেও আহত বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্ল্যা ইউনিয়নের সাহেব আলী (৫০), ওয়াহীদুল ইসলাম (৪৫) নামের দই ব্যবসায়ী পরিচয় সনাক্ত হয়েছে ও অজ্ঞাত (৪২) রয়েছেন এক জন।
অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারা এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাক ইঞ্জিনচালিত ভ্যানগাড়ীর পিছনে ধাক্কা দিলে উপজেলার আইলটিয়া গ্রামের ইদ্রিস আলী মন্ডল (৬০) ও গোলাম মোস্তফা (৫০) গুরুতর আহত হলে ত্রিশাল ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ত্রিশাল ফায়ারসার্ভিস লিডার শফিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। দু’টি দূর্ঘটনায় গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।