সোমবার ● ১৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খেলা » নববর্ষ উপলক্ষ্যে ময়মনসিংহে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা
নববর্ষ উপলক্ষ্যে ময়মনসিংহে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা
ময়মনসিংহ অফিস :: (৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৫৫মি.) ময়মমসিংহে বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষ্যে হাজার হাজার মানুষের উপস্থিতি আর আনন্দ-উল্লাসের মাঝে গ্রাম-বাংলার আবহমান ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ এপ্রিল রবিবার বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় পৌরসভার আয়োজনে নগরীর সার্কিট হাউজ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দু’টি খেলায় ৬ টি ইভেন্ট ১ নং দাপট থেকে ৩ নং দাপট এবং ১ নং কদম দাপট থেকে ৩ নং কদম দাপট এভাবে এই আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৫৩ টি ঘোড়া অংশগ্রহন করে এই প্রতিযোগিতায়।
বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজক ময়মনসিংহ পৌর মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার জিএম সালাহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল হক খোকাসহ হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক।
সার্কিট হাউজ মাঠের দু’পাশে হাজার হাজার মানুষের উপস্থিতি আর আনন্দ-উল্লাসের মাঝে ঘোড় প্রতিযোগিতায় ১ নং দাপটে প্রথম স্থান অর্জন করেছেন ইলিয়াস আর্মি, দ্বিতীয় হয়েছেন আবুল হাসেম ও তৃতীয় হয়েছেন বুরহান উদ্দিন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।