সোমবার ● ১৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » পর্যটন » বিশ্বের সামনে ফুটে উঠবে বরগুনা জেলার সম্ভাবনা, ঐতিহ্য ও গুরুত
বিশ্বের সামনে ফুটে উঠবে বরগুনা জেলার সম্ভাবনা, ঐতিহ্য ও গুরুত
বরগুনা প্রতিনিধি :: (৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৮মি.) সরকার পর্যটন, পণ্য ও উল্লেখযোগ্য উদ্যোগ-এই তিনটি ক্ষেত্রের ওপর গুরুত্বদিয়ে বিশ্বের কাছে দেশের প্রতিটি জেলাকে তুলে ধরার যাত্রা শুরু করেছে। এরই ধরাবাহিকতায় উপকূলীয় জনপদ সাগরকণ্যা বরগুনা জেলাকে গুরুত্বের সাথে তুলে ধরা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি বিশ্বের সামনে বিভিন্ন জেলার পাশাপাশি বরগুনা জেলার সম্ভাবনাসমূহ বিশেষ করে পর্যটনকে তুলে ধরার কাজ হাতে নিয়েছে। পর্যায়ক্রমে দেশের সবগুলো জেলা তুলে ধরা হবে।
জানা গেছে, ডিস্ট্রিক্ট-ব্র্যান্ডিং হচ্ছে একটি জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিচেনায় নিয়ে সেখানকার সব শ্রেনির লোককে সম্পৃক্ত করে একটি জেলার উন্নয়ন সম্ভাবনার এক মহাপরিকল্পনা।
বিভাগীয় কমিশনারদের তত্বাবধানে জেলা প্রশাসক ও সকলের অংশগ্রহনে ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত দেশে পরিনত করার উদ্যোগ গ্রহন করেছে এটুআই। এর বাস্তবায়নে ব্র্যান্ডিং উপকরনের সঙ্গে সংশ্লিস্ট মন্ত্রনালয়, সংস্থা ও সংগঠনগুলোকে এ কর্মসূচির সাথে সম্পৃক্ত করা হয়েছে।
সংশ্লিস্টরা জানায়, মন্ত্রী পরিষদ বিভাগ এই কর্মসূচির তত্ত্বাবধান করবেন। এটুআই ইতোমধ্যে সব জেলার ব্র্যান্ডিং উপকরণ, লোগো ও ট্র্যাগলাইন চিহ্নিত করে রেখেছে। প্রতিটি জেলাই নিজ নিজ ব্র্যান্ড- বুক প্রস্তত করেছে।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা দেশের একটি অন্যতম সম্ভাবনাময় জেলা। এর রয়েছে অনেক গৌরবোজ্বল ইতিহাস, ঐতিহ্য ও ভূমিকা। রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। বিশেষ জনকল্যাণমূলক উদ্যোগ এবং কিছু বিশেষত্ব।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান বলেন, এখানে রয়েছে বিবিচিনি মসজিদের মত ঐতিহাসিক নিদর্শন ও স্থান। রয়েছে অনেক বিশেষ বিশেষ খাদ্য যা অনেক দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। (এটুআই). কর্মসূচির মাধ্যমে বিশ্বের সামনে তা তুলে ধরা হলে জেলার উন্নয়ন ঘটবে।